অনলাইন ডেস্কঃ দাখিল পরীক্ষার রেজাল্টে পূর্বের মতো ধারাবাহিকতা ধরে রেখেছে হাটহাজারীর বুড়িশ্চর জিয়াউল উলুম কামিল (এম এ) মাদরাসা। এ বছর (২০২৪ সালে) দাখিল পরীক্ষায় মাদ্রাসাটির দু’জন শিক্ষার্থী গোল্ডেন এ প্লাস পেয়েছেন।
এবার মোট পরীক্ষার্থী ছিলো ৪৮ জন, যার মধ্যে পাশে করেছে ৪৬ জন। পাশের হার ৯৭ দশমকি ৮৭ শতাংশ।
ফলাফল পর্যালোচনায় দেখা গেছে, এবার মাদ্রাসাটি থেকে এ গ্রেড পেয়েছেন ৪- ২১ জন, এ মাইনাস – ১৫ জন, বি গ্রেড- ৭জন এবং সি গ্রেড পেয়েছেন ১জন।
আরও পড়ুন পাশের হার বেড়েছে চট্টগ্রামে
মাদ্রাসার অধ্যক্ষ মওলানা এস এম ফরিদ উদ্দিন মহান আল্লাহর দরবারে শোকরিয়া আদায় করে মাদরাসার গর্ভনিং বডি, শিক্ষক-অভিভাবকসহ সংশ্লিষ্ঠ সকলের প্রতি অভিনন্দন জানিয়েছেন।
এদিকে রেজাল্ট জানার পর উত্তীর্ণ শিক্ষার্থীরা অধ্যক্ষ মহোদয় ও শ্রেণী শিক্ষক আল্লামা এস এম ফরিদ উদ্দিন ও মোহাম্মদ নাছির উদ্দীনকে জড়িয়ে ধরে আনন্দ-উল্লাসে ফেটে পড়ে।ভবিষ্যতেও যাতে শিক্ষার্থীরা ভালো ফলাফল করে সে বিষয়ে প্রার্থনা করেছেন।
Leave a Reply