আজ ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

ছবি: বিডিনিউজ২৪ থেকে সংগৃহীত

পাশের হার বেড়েছে চট্টগ্রামে


অনলাইন ডেস্কঃ চট্টগ্রামে চলতি বছর ২০২৪ সালে পাশের হার বেড়েছে।  এ বছর পাশের হার ৮২ দশমিক ৮০ শতাংশ, যা ২০২৩ সালে ছিলো ৭৮ দশমিক ২৯ শতাংশ।

এবার পুরুষ শিক্ষার্থীর তুলনায় মেয়ে শিক্ষার্থীদের পাশের হারে বেশি। ৮৩ দশমিক ২১ শতাংশ পাশ করেছে মেয়ে শিক্ষার্থীরা অন্যদিকে পুরুষের পাশের হার ৮২ দশমিক ২৯ শতাংশ।

আজ রবিবার (১২ মে) চট্টগ্রাম শিক্ষাবোর্ড মিলনায়তনে এক সংবাদ সম্মেলনের এবারের রেজাল্ট উপস্থাপন করেন পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এ এম এম মুজিবুর রহমান।

জিপিএ ৫ এর ক্ষেত্রেও এবার এগিয়ে রয়েছে চট্টগ্রামের মেয়েরা। মোট ১০ হাজার ৮২৩ জন পেয়েছেন জিপিএ ফাইভ। তন্মধ্যে মেয়েদের সংখ্যা ৫ হাজার ৭৫০, আর জিপিএ ফাইভ পাওয়া ছাত্রের ৫ হাজার ৭৩।

আরও পড়ুন প্রকাশিত হলো এসএসসির রেজাল্ট, দেখবেন যেভাবে

এবছর বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ ফাইভ পেয়েছেন ৯ হাজার ৫৮৯ জন। তাদের মধ্যে মেয়ে শিক্ষার্থী ৪ হাজার ৮৩৪ এবং পুরুষ ৪ হাজার ৭৫৫জন। মানবিক বিভাগ থেকে জিপিএ ফাইভ পাওয়া ১৩৭ জনের মধ্যে মেয়ে শিক্ষার্থী ১২১ এবং পুরুষ ১৬ জন।

ব্যবসায় শিক্ষায়  জিপিএ ফাইভ পাওয়া ১ হাজার ৯৭ জনের মধ্যে ৭৯৫জন ছাত্রী এবং ৩০২ জন ছাত্র।

এবার ৯৯ শতাংশ পাশকৃত স্কুলের সংখ্যা ১ হাজার ৩৭টি যা ২০২৩ সালে ছিলো ১ হাজার ৩। এ বছর চট্টগ্রামে এসএসসিতে মোট ১ লাখ ৪৫ হাজার ৭৫৩ জন পরীক্ষার্থী অংশ নেয়। তাদের মধ্যে পাশ করেছে ১ লাখ ২০ হাজার ৮৭ জন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর