আজ ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

চন্দনাশই মাইগাতা বরমা ইউনিয়নে মহল্লা বাসী অলিম্পিক ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত


আহসান উদ্দীন পারভেজ

চন্দনাশই মাইগাতা বরমা ইউনিয়নে মহল্লা বাসী অলিম্পিক ফুটবল টুর্নামেন্ট ২০২৪ আয়োজন করেন। এ ফুটবল টুর্নামেন্ট শুরু হয় সকাল ১১ টায়। টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি ও সাতকানিয়া পৌরসভার মেয়র মোহাম্মদ জোবায়ের, খেলার উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক লীগের সিনিয়র সহ-সভাপতি ও চন্দনাইশ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আওয়ামী লীগ আহ্বায়ক মোহাম্মদ সেলিম উদ্দিন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আনোয়ারুল ইসলাম, সাখাওয়াত হোসেন টিপু, কাজী নোবেল, অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোহাম্মদ সরোয়ার কামাল। শুক্রবার (১০ মে) সকাল ১১ টা মাইগাতা একটি মাঠে এটি অনুষ্ঠিত হয়।

এ সময় প্রধান অতিথি মোহাম্মদ জোবায়ের বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে খেলাধূলাসহ সকল ক্ষেত্রে দেশ এগিয়ে চলেছে।   তিনি বলেন, অপসংস্কৃতি সমাজকে গ্রাস করছে। এর থেকে যুব সমাজকে বের করে মাঠে টেনে আনতে হবে। তিনি আরো বলেন, আমাদেরকে প্রকৃতির প্রতি সদয় আচরণ করতে হবে প্লাস্টিকের ব্যবহার রোধ করতে হবে কেননা দিন দিন পরিবেশের যেভাবে আমরা ক্ষতি করে চলেছি এতে প্রকৃতি আমাদের প্রতি কঠোর প্রতিশোধ নেবে ।কিছুদিন আগেও প্রচন্ড গরম তাবদাহের কারণে জনজীবন অতিষ্ঠ তাই আম নির্বিচারে গাছ কাটা তেকে বিরত থাকতে হবে। জলবায়ু পরিবর্তনের কারণে পানির স্তর দিন দিন নিচে নেমে যাচ্ছে ফলে সুপেয় পানির সংকট প্রকট আকার ধারণ করবে। আমরা যদি এখন থেকে সচেতন না হই বা এভাবে যদি চলতে থাকে তাহলে আমারা আরো বড় বিপর্যয়ের অপেক্ষার ধার প্রান্তে। তাই আমাদেরকে এখন থেকে সচেতন হতে হবে এবং গাছ লাগানোর প্রতি সবাইকে যত্নশীল হতে হবে এর বিপরীত অবস্থান আমাদের জন্য সুখকর নয় বলে তিনি উনার অভিব্যক্তি ব্যক্ত করেন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর