সৈয়দ শিবলী ছাদেক কফিল:
চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় টেকাব (২য় পর্যায় শীর্ষক) প্রকল্পের আওতায় ২ মাস মেয়াদী ভ্রাম্যমাণ কম্পিউটার এন্ড নেটওয়ার্কি়ং প্রশিক্ষণ ২ মে বৃহষ্পতিবার আনুষ্ঠানিকভাবে করা হয়েছে। প্রশিক্ষণ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) এডভোকেট কামেলা খানম রূপা। উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা বেগমের সভাপতিত্বে ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আ ন ম সালেহ উদ্দিনের পরিচালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা শিল্পকলা একাডেমির নির্বাহী সদস্য সাংবাদিক সৈয়দ শিবলী ছাদেক কফিল, প্রশিক্ষক প্রদীপ রায় ও সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা মো. আয়ুব খান। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন যুব অধিদপ্তরের হিসাব রক্ষক রঞ্জিত কুমার দেব, অফিস সহকারী মো. আক্কাস, সাংবাদিক মো. জাহাঙ্গীর আলম চৌধুরী, মো. আরাফাত হোসেন প্রমুখ। এ প্রশিক্ষণে ২০জন যুব ও ২০জন যুব মহিলা, মোট ৪০ জন প্রশিক্ষণার্থী অংশ নিচ্ছেন।
Leave a Reply