আজ ১লা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৫ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

সংগৃহীত ছবি

রেমিট্যান্সে আবারো রেকর্ড চট্টগ্রামের


অনলাইন ডেস্কঃ ২০২৩-২৪ অর্থবছরের ৯ মাসে (জুলাই-মার্চ) একক জেলা হিসেবে সবচেয়ে বেশি প্রবাসী আয় এসেছে চট্টগ্রামে। এসময় মোট প্রবাসী আয় এসেছে ১ হাজার ৭০৭ কোটি ৪২ লাখ মার্কিন ডলার, তন্মধ্যে ১৬৫ কোটি ছয় লাখ মার্কিন ডলার পাঠিয়েছেন চট্টগ্রামের রেমিট্যান্স যোদ্ধারা।

আরও পড়ুন রেমিট্যান্সের প্রতি ডলারে প্রণোদনা পাবেন প্রবাসীরা

চট্টগ্রামের পর রেমিট্যান্সে এগিয়ে আছে সিলেট। এ অঞ্চল থেকে বিদেশে অবস্থানকারী প্রবাসীরা পাঠিয়েছেন ৯৯ কোটি ৭৯ লাখ মার্কিন ডলার। তৃতীয় সর্বোচ্চ প্রবাসী আয় এসেছে কুমিল্লা জেলায়। এ জেলার প্রবাসী আয়ের পরিমাণ ৯০ কোটি ৯৫ লাখ মার্কিন ডলার। অপরদিকে, সবচেয়ে কম প্রবাসী আয় এসেছে উত্তরের জেলা লালমনিরহাট ও রাঙামাটি জেলায়। এ তথ্য বাংলাদেশ ব্যাংকের পরিসংখ্যান বিভাগের।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্যানুযায়ী, প্রতিমাসে সবচেয়ে বেশি রেমিট্যান্স আসে রাজধানী ঢাকায়। রাজধানী শহর হিসাবে অনেকেই ঢাকায় রেমিট্যান্স পাঠায়, যার বড় অংশই বিভিন্ন জেলায় চলে যায়।

বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, ২০২০-২১ অর্থবছরে ঢাকার বাইরে কুমিল্লা জেলায় সর্বোচ্চ প্রবাসী আয় আসে। দ্বিতীয় সর্বোচ্চ প্রবাসী আয় আসে চট্টগ্রামের জেলায়। এরপরের দুই বছর সর্বোচ্চ প্রবাসী আয় আসে চট্টগ্রাম জেলায়। দ্বিতীয় সর্বোচ্চ প্রবাসী আয় আসে কুমিল্লার মাধ্যমে। চলতি অর্থবছরও সর্বোচ্চ প্রবাসী আয়ের মর্যাদা ধরে রাখে চট্টগ্রাম জেলা।

তথ্যসূত্র: বাংলানিউজ২৪ডটকম


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর