আজ ২৮শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ১২ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

সংগৃহীত ছবি

বিদ্যুৎকেন্দ্রে চাকরি


অনলাইন ডেস্কঃ নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে বাংলাদেশ-চায়না পাওয়ার কোম্পানি (প্রা.) লিমিটেড (বিসিপিসিএল)। এ প্রতিষ্ঠানে তিন ক্যাটাগরিতে চুক্তিভিত্তিতে তিনজনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। আবেদনের শেষ সময় ৮ মে ২০২৪, বিকাল ৫টা পর্যন্ত।

পদের নাম: অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার (অ্যাকাউন্টস/ফিন্যান্স/অডিট)
পদসংখ্যা: ১
যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ফিন্যান্স/অ্যাকাউন্টিং বিষয়ে স্নাতকসহ স্নাতকোত্তর ডিগ্রি অথবা ফিন্যান্স/অ্যাকাউন্টিং বিষয়ে বিবিএ ও এমবিএ ডিগ্রি থাকতে হবে। জিপিএ ৫-এর স্কেলে ৩.৫০ ও সিজিপিএ ৪-এর স্কেল ৩.০০ থাকতে হবে। ইংরেজি ভাষায় সাবলীল হতে হবে এবং কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে।
বয়স: ১৭ এপ্রিল ২০২৪ তারিখে সর্বোচ্চ ৩০ বছর।
চাকরির ধরন: চুক্তিভিত্তিক
কর্মস্থল: পায়রা তাপবিদ্যুৎকেন্দ্র
বেতন: মূল বেতন ৫৪,৬০০ টাকা।
সুযোগ-সুবিধা: বাসাভাড়া, পাওয়ার হাউস ভাতা, স্বাস্থ্যসুবিধা, উৎসব বোনাস, ফ্রিঞ্জ বেনিফিট, গ্র্যাচুইটিসহ অন্যান্য সুবিধা দেওয়া হবে।

আরও পড়ুন সোনালী ব্যাংকে চাকরি

পদের নাম: অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার (কেমিক্যাল)
পদসংখ্যা: ১
যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে বিএসসি ডিগ্রি অথবা অ্যাপ্লাইড কেমিস্ট্রি বিষয়ে স্নাতকসহ স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। জিপিএ–৫-এর স্কেলে ৩.৫০ ও সিজিপিএ–৪-এর স্কেল ৩.০০ থাকতে হবে। ইংরেজি ভাষায় সাবলীল হতে হবে এবং কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে।
বয়স: ১৭ এপ্রিল ২০২৪ তারিখে সর্বোচ্চ ৩০ বছর।
চাকরির ধরন: চুক্তিভিত্তিক
কর্মস্থল: পায়রা তাপবিদ্যুৎকেন্দ্র
বেতন: মূল বেতন ৫৪,৬০০ টাকা।
সুযোগ-সুবিধা: বাসাভাড়া, পাওয়ার হাউস ভাতা, স্বাস্থ্যসুবিধা, উৎসব বোনাস, ফ্রিঞ্জ বেনিফিট, গ্র্যাচুইটিসহ অন্যান্য সুবিধা দেওয়া হবে।

পদের নাম: জুনিয়র অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার (কেমিক্যাল)
পদসংখ্যা: ১
যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে বিএসসি ডিগ্রি অথবা সরকার অনুমোদিত কোনো পলিটেকনিক ইনস্টিটিউট থেকে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা ডিগ্রি থাকতে হবে। জিপিএ-৫-এর স্কেলে ৩.৫০ ও সিজিপিএ-৪-এর স্কেল ৩.০০ থাকতে হবে। ইংরেজি ভাষায় সাবলীল হতে হবে এবং কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে।
বয়স: ১৭ এপ্রিল ২০২৪ তারিখে সর্বোচ্চ ৩০ বছর।
চাকরির ধরন: চুক্তিভিত্তিক
কর্মস্থল: পায়রা তাপবিদ্যুৎকেন্দ্র
বেতন: মূল বেতন ৪২,০০০ টাকা।
সুযোগ-সুবিধা: বাসাভাড়া, পাওয়ার হাউস ভাতা, স্বাস্থ্যসুবিধা, উৎসব বোনাস, ফ্রিঞ্জ বেনিফিট, গ্র্যাচুইটিসহ অন্যান্য সুবিধা দেওয়া হবে।

আবেদন ফি
আবেদন ফি বাবদ ১ ও ২ নম্বর পদের জন্য ৬০০ টাকা ও ৩ নম্বর পদের জন্য ৫০০ টাকা বিসিপিসিএলের চাকরিসংক্রান্ত ওয়েবসাইটে দেওয়া নির্দেশনা অনুযায়ী অনলাইন পেমেন্ট গেটওয়ের মাধ্যমে জমা দিতে হবে।

আবেদন যেভাবে
আগ্রহীরা বিসিপিসিএলের চাকরিসংক্রান্ত এই ওয়েবসাইটে https://career.bcpcl.org.bd/ প্রবেশ করে Apply বাটনে ক্লিক করে ফরম পূরণের মাধ্যমে আবেদন করতে পারবেন।

তথ্যসূত্র: প্রথম আলো


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর