আজ ১লা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৫ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

সংগৃহীত ছবি

খাতুনগঞ্জে আইন অমান্যের দায়ে ২ ব্যবসায়ীর শাস্তি


অনলাইন ডেস্কঃ খাতুনগঞ্জে আইন অমান্যের দায়ে পৃথক দু’টি প্রতিষ্ঠানের ব্যবসায়ীকে শাস্তি দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। শনিবার (২০ এপ্রিল) দুপুরে বাকলিয়া সার্কেল ভূমি অফিসের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এ এফ এম শামীম এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।

এসময় তারা বিভিন্ন আড়তে মূল্য তালিকা প্রদর্শন এবং ক্রয়-বিক্রয় রশিদ সংরক্ষণ করা হচ্ছে কিনা তা যাচাই করেন৷

আরও পড়ুন খাতুনগঞ্জে এলাচ-চিনি বিক্রিতে অনিয়ম, কড়া অবস্থানে ভ্রাম্যমাণ আদালত

নির্বাহী ম্যাজিস্ট্রেট এ এফ এম শামীম বলেন, ঈদ পরবর্তী সময়ে পেঁয়াজসহ নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম বাড়ায় সাধারণ মানুষ হিমশিম খাচ্ছে। বাজার নিয়ন্ত্রণে জেলাপ্রশাসনের নিয়মিত কার্যক্রমে অংশ হিসেবে এ অভিযান চালানো হয়।

অভিযানে দুটি প্রতিষ্ঠানে রশিদ ছাড়া পণ্য বিক্রির প্রমাণ পাওয়া যায়। তাই কৃষি বিপনন আইন, ২০১৮ অনুযায়ী প্রতিষ্ঠান দু’টির মালিককে দশ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে কৃষি বিপনন অধিদপ্তরের কর্মকর্তা এবং কোতোয়ালী থানার একটি পুলিশের একটি টিম সঙ্গে ছিলেন।

তথ্যসূত্র: বাংলানিউজ২৪ডটকম


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর