আজ ১১ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৬শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

হাটহাজারীতে ১০০লিটার চোলাই মদসহ গ্রেপ্তার ২


মোঃ শোয়াইব,হাটহাজারী:

হাটহাজারীতে ১০০ লিটার চোলাই মদসহ গ্রেপ্তার হয়েছে দুইজন মাদক বিক্রেতা। সোমবার(১৫ আগষ্ট) রাতে ১৩নং দক্ষিণ মাদার্শা ৯ নং ওয়ার্ড একে টাওয়ারের সামনে থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় বহনকারী একটি সিএনজি সহ চোলাইমদ জব্দ করে।
আটকৃতরা হল রাঙ্গুনিয়া উপজেলার রাজনগর ইউনিয়নের ঠান্ডাছড়ি গ্রামের মৃত সুলতান মিয়ার পুত্র মোঃ সৈকত প্রঃ সুমন(২৬), ও সন্দীপ উপজেলার হারামিয়া ইউনিয়নের মালেক মুন্সীর বাড়ির মৃত মকবুল হোসেনের পুত্র রেজাউল করিম(২৮)।

থানা সুত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে দক্ষিণ মাদার্শা একে টাওয়ারের সামনে বস্তার ভিতরে করে ১০০ লিটার দেশীয় চোলায় মদ বিক্রির জন্য পাচারের প্রস্তুতি নিচ্ছিল। এমন সংবাদ পেয়ে মডেল থানার এসআই আলমগীর হোসেন সঙ্গে ফোর্স নিয়ে মাদক বিক্রেতাদের আটক করে। এ সময় একটি সিএনজি তল্লাশি করে মদগুলো উদ্ধার করে। পরে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলার রুজু করেন।

হাটহাজারী মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ রুহুল আমিন মদ ও আটকের সত্যতা স্বীকার করে বলেন, আইনানুক প্রক্রিয়া শেষে তাদেরকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর