আজ ২৮শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৩ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

চন্দনাইশে কূটনীতিক কেএম শেহাবুদ্দীনের মৃত্যু বার্ষিকী পালিত


অনলাইন ডেস্ক

মহান মুক্তিযুদ্ধে বাংলাদেশের বাংলাদেশের প্রতি পোষণকারী প্রথম রাষ্ট্রদূত কে এম শেহাবুদ্দীনের নবম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে ১৫ এপ্রিল ২০২৪ সোমবার ভাষাসৈনিক আবুল কালাম আজাদ এডুকেশন সোসাইটি গ্রন্থাগারের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। সোসাইটির সভাপতি শাহজাহান আজাদের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন মুক্তিযুদ্ধ ও লোকসাহিত্য গবেষক শামসুল আরেফীন‌ ও বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম পীস পার্ক প্রোপার্টিজের চেয়ারম্যান মোহাম্মদ আলমগীর। আলোচনায় অংশগ্রহণ করেন লেখক-সাংবাদিক সৈয়দ শিবলী ছাদেক কফিল, চট্টগ্রাম সিটি কর্পোরেশন স্কুলের শিক্ষক গাজী বোরহান উদ্দিন, রহমানিয়া জামে মসজিদ পরিচালনা পর্ষদ সেক্রেটারি নুরুল আলম, গাছবাড়িয়া নিত্যানন্দ গৌরচন্দ্র সরকারি মডেল উচ্চ বিদ্যালয় প্রাক্তন শিক্ষার্থী পরিষদের সহ-প্রচার সম্পাদক মোঃ টিপু সুলতান, চন্দনাইশ প্রেস ক্লাবের অর্থ সম্পাদক তৌফিক আলম চৌধুরী, হাফেজ মুহাম্মদ আহসানুল হক প্রমুখ। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন রহমানিয়া জামে মসজিদের ইমাম হাফেজ মাওলানা আবদুল হামিদ।

বক্তারা বলেন কে এম শেহাবুদ্দীন বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধের সমর্থনে প্রথম আনুগত্য প্রকাশ করে পাকিস্তান ফরেন সার্ভিসের দিল্লি হাইকমিশনের সেকেন্ড সেক্রেটারির দায়িত্ব থেকে পদত্যাগ করেন। তাঁর এ কাজে উদ্বুদ্ধ হয়ে ও তাঁকে অনুসরণ করে অন্যান্য বাঙালি কূটনীতিকরাও মাতৃভূমির স্বাধীনতার পক্ষে কাজ করেন। ফলে পৃথিবীর বিভিন্ন দেশে বাংলাদেশের পক্ষে কূটনৈতিক তৎপরতা বৃদ্ধি পায়। তিনি বাংলাদেশ স্বাধীন হওয়ার পর বিভিন্ন দেশে সফলতার সাথে কূটনৈতিক ও রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করেন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর