আজ ১লা পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

আমিলাইষে পহেলা বৈশাখের ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান পালিত


মো.ইকবাল হোসেন, সাতকানিয়া প্রতিনিধি: বাংলা নববর্ষের ১৪৩১- বঙ্গাব্দের পহেলা বৈশাখের ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান গতকাল ১৫ এপ্রিল রোববার আমিলাইষ ব্যাংক মাঠে সম্পন্ন হয়েছে।

আমিলাইষ শক্তি সংঘ কর্তৃক আয়োজিত অনুষ্ঠান সকাল দশটায় শুরু হয়ে বিকাল ৪টা পর্যন্ত বিভিন্ন ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে শেষ হয়।

উক্ত বৈশাখী অনুষ্ঠানে বিকালে শক্তি সংঘের সভাপতি শ্যামল দত্তের সভাপতিত্বে অর্পন চক্রবর্ত্তীর সঞ্চালনায় শুরু হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মিল্টন বিশ্বাস।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতকানিয়া থানার ওসি প্রিটন সরকার, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক নুরুল আবছার চৌধুরী, আমিলাইষ ইউপি চেয়ারম্যান মোজাম্মেল হক চৌধুরী, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জিয়াউর রহমান, শম্ভু দাশ, সাবেক চেয়রাম্যান এইচ এম হানিফ, ইউপি সদস্য হোসনে আরা বেগম, মো:ইলিয়াছ সওদাগর, আলমগীর সাদেক, দেলোয়ার হোসেন প্রমুখ।

সন্ধ্যা ৬টার পর আয়োজিত ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানের পুরষ্কার বিতরনী অনুষ্ঠান সম্পন্ন হয়। এরপর নৃত্য ও পহেলা বৈশাখের গান ও আবৃত্তির করে অনুষ্ঠান সমাপ্তি হয়।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর