আজ ১লা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৫ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

সংগৃহীত ছবি

৯ এপ্রিল পর্যন্ত মিলবে ট্রেনে ঈদযাত্রার ফিরতি টিকেট


অনলাইন ডেস্কঃ ট্রেনে ঈদযাত্রার ফিরতি টিকেট অনলাইনে ৯ এপ্রিল পর্যন্ত পাওয়া যাবে। বুধবার (৩ এপ্রিল) বাংলাদেশ রেলওয়ের ওয়েবসাইট (https://eticket.railway.gov.bd/) ও মোবাইল অ্যাপের মাধ্যমে টিকেট বিক্রি করা হচ্ছে।

আন্তঃনগর ট্রেনের ১৩ এপ্রিলের টিকেট বিক্রি করা হয়েছে ৩ এপ্রিল, ১৪ এপ্রিলের টিকেট বিক্রি করা হয়েছে ৪ এপ্রিল, ১৫ এপ্রিলের টিকেট ৫ এপ্রিল, ১৬ এপ্রিলের টিকেট ৬ এপ্রিল, ১৭ এপ্রিলের টিকেট ৭ এপ্রিল, ১৮ এপ্রিলের টিকেট ৮ এপ্রিল এবং ১৯ এপ্রিলের টিকিট বিক্রি করা হবে ৯ এপ্রিল।

আরও পড়ুন এবারের ঈদে চট্টগ্রাম-কক্সবাজার রুটে বিশেষ ট্রেন, টিকেট ২৪ মার্চ থেকে

এছাড়া যাত্রীসাধারণের অনুরোধে ২৫ শতাংশ টিকেট যাত্রা শুরুর আগে প্রারম্ভিক স্টেশন থেকে পাওয়া যাবে। ঈদের চাঁদ দেখার ওপর নির্ভর করে ১০, ১১ ও ১২ এপ্রিলের টিকেট বিক্রয় করা হবে। যাত্রীসাধারণের অনুরোধে ২৫ শতাংশ টিকেট যাত্রা শুরুর আগে প্রারম্ভিক স্টেশন থেকে পাওয়া যাবে।

তথ্যসূত্র: যুগান্তর


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর