আজ ৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

ছবি: প্রয়াত আবদুল গফফার চৌধুরী

ব্যাংক উদ্যোক্তা আব্দুল গফফার চৌধুরীর ৯ম মৃত্যুবাষিকী আজ


অনলাইন ডেস্কঃ ব্যাংক ও শিল্প উদ্যোক্তা মরহুম আব্দুল গফফার চৌধুরীর ৯ম মৃত্যুবার্ষিকী আজ। ২০১৬ সালের ৩ এপ্রিল ৭৭ বছর বয়সে তিনি ইহকাল ত্যাগ করেছিলেন। তার মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে এজিএস পরিবারের পক্ষ থেকে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

মরহুমের ইছালে সওয়াবের উদ্দেশ্যে, দামপাড়া বাসভবনে বিকাল ৪টায় খতমে কুরআন, দোয়া মাহফিল ও ইফতারের আয়োজন করা হয়েছে।

আরও পড়ুন বরমায় এ কে এম আবদুল মন্নানের ২৪তম মৃত্যুবার্ষিকী পালিত

এতে সকল আত্মীয় স্বজন বন্ধু বান্ধব ও শুভানুধ্যায়ীদের আন্তরিক উপস্থিতি কামনা করেছেন সেতারা গফফার।

উল্লেখ্য, আব্দুল গফফার চৌধুরী একজন মানব দরদী ও জনহিতৈষী ব্যক্তি ছিলেন।
তিনি ইউসিবি ব্যাংকের উদ্যোক্তা পরিচালক ও জনতা ইনসুরেন্স কোম্পানী প্রতিষ্ঠাতা। তার পৈত্রিক বাড়ি রাউজান উপজেলার ধলই গ্রামে। জীবদ্দশায় তিনি নিজের গ্রামে স্কুল-মাদ্রাসা নির্মাণ করেছেন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর