আজ ৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২২শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

ছবি: সড়ক-ফুটপাত অবৈধ দকলকারীদের বিরুদ্ধে আইন প্রয়োগ করছে চসিক

সড়ক-ফুটপাত দখলের অপরাধে ৫৩ হাজার টাকা জরিমানা


অনলাইন ডেস্কঃ নগরীর সড়ক-ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনার অপরাধে ৬ ব্যক্তি থেকে ৫৩ হাজার টাকা জরিমানা আদায় করেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) পরিচালিত ভ্রাম্যমান আদালত।

সোমবার (১ এপ্রিল) চসিকের নির্বাহী ম্যাজিস্ট্রেট চৈতী সর্ববিদ্যা পাঁচলাইশ থানা এলাকায় মোবাইল কোর্ট পরিচালনাকালে এ জরিমানা করেন। অভিযানে সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা-কর্মচারী এবং চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ ম্যাজিস্ট্রেটকে সহায়তা প্রদান করেছেন।

আরও পড়ুন জিইসির হান্ডি রেস্টুরেন্টকে জরিমানা

সূত্র জানিয়েছে, বায়েজিদ বোস্তামী সড়কের হাসনীক্যান মোড়ে রাস্তা ও ফুটপাতের ওপর কাঠ, টায়ার ও গাড়ীর গ্যারেজ বসিয়ে ব্যবসা পরিচালনা করার কারণে জনসাধারণের চলাকালে প্রতিবন্ধকতা তৈরি হচ্ছিলো। এ অপরাধে ৬ ব্যক্তির বিরুদ্ধে মামলা রুজুপূর্বক ৫৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর