নিজস্ব প্রতিবেদক
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষ্যে
চন্দনাইশ উপজেলার বরমায় বীর মুক্তিযোদ্ধা শহিদ আবদুস সবুর খান স্মরণে বিভিন্ন কর্মসূচি পালিত হয়। কর্মসূচির মধ্যে ছিল শহিদ মিনার ও শহিদ আবদুস সবুর খানের কবরে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা জ্ঞাপন, চিত্রাংকন-উপস্থিত বক্তৃতা ও রচনা প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ, আলোচনা সভা ইত্যাদি।
বরমা ত্রাহি মেনকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ এইচ এম সৈয়দ হোসেনের সভাপতিত্বে ও প্রাবন্ধিক সৈয়দ শিবলী ছাদেক কফিলের সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বরমা ডিগ্রি কলেজের অধ্যক্ষ কৃষিবিদ মোহাম্মদ জাহাঙ্গীর আলম। বিশেষ সাধারণ অতিথি ছিলেন বরমা কলেজ গভর্নিং বডির সদস্য এস এম সেলিম, দেশপ্রিয় খেলাঘর আসরের সাধারণ সম্পাদক ব্যাংকার সুজন বিশ্বাস, বরমা আইডিয়া পাবলিক স্কুলের অধ্যক্ষ রুপন কুমার নাথ, সাংবাদিক এস এম ওমর ফারুক, মাস্টার বুলবুল দত্ত, মাওলানা মুহাম্মদ আব্দুল্লাহ্ প্রমুখ।
Leave a Reply