আজ ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

চন্দনাইশে অবৈধ করাতকলে অভিযান, তিন মালিকের জরিমানা


চন্দনাইশ প্রতিনিধিঃ

চন্দনাইশে অবৈধ করাতকলে অভিযান চালিয়ে তিনটি অবৈধ করাতকলের মালিকদের মোট ১৭ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (২৮ মার্চ) দুপুর ১২টা থেকে বিকাল পৌণে ৩টা পর্যন্ত উপজেলার বরকল ইউনিয়নের বাংলা বাজার, সাতবাড়িয়া ইউনিয়নের নাজির হাট এবং কাঞ্চনাবাদ ইউনিয়নের রওশনহাট এলাকায় এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ডিপ্লোমেসি চাকমা।

অভিযান পরিচালনাকালে বন বিভাগের লাইসেন্স ছাড়া করাত কল পরিচালনা করাসহ অবৈধভাবে পাহাড়ি গাছ বিক্রি করার দায়ে করাত কল লাইসেন্স বিধিমালার সংশ্লিষ্ট ধারায় মের্সাস সফিয়া স’মিল এর স্বত্বাধিকারী বাইনজুরীর আলী আমজাদ (৫০) কে দশ হাজার, মের্সাস খাজা স’ মিল এর স্বত্বাধিকারী সাতবাড়িয়ার জাহাঙ্গীর আলম (৫০) কে দুই হাজার ও মের্সাস ভাই ভাই স’মিল এর স্বত্বাধিকারী পশ্চিম এলাহাবাদের মোঃ লোকমান হাকিম (৪৫) কে পাঁচ হাজার টাকা জরিমানা প্রদান করা হয়।

এসময় বন বিভাগ চট্টগ্রাম দক্ষিণের পটিয়া রেঞ্জ অফিসার মোঃ নুরে আলম হাফিজ, চন্দনাইশ থানার সহকারী উপপরিদর্শক নাদিম আকতার ও তার দল এবং উপজেলা ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারীরা সার্বিক সহযোগিতা করেন। নির্বাহী ম্যাজিস্ট্রেট ডিপ্লোমেসি চাকমা জানান, “অবৈধ করাতকলের বিরুদ্ধে চন্দনাইশ উপজেলায় এমন অভিযান অব্যাহত থাকবে।”


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর