আজ ৭ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২১শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

ছবি: চট্টগ্রামে খেলাঘর এর আলোক প্রজ্জ্বলন কর্মসূচি

খেলাঘরের আলোক প্রজ্জ্বলন কর্মসূচি, ২৫ মার্চকে ‘আন্তর্জাতিক গণহত্যা দিবস’ স্বীকৃতির দাবি


অনলাইন ডেস্কঃ একাত্তরের পঁচিশে মার্চ জাতীয় গণহত্যা দিবসকে ‘আন্তর্জাতিক গণহত্যা দিবস’ স্বীকৃতির দাবি জানিয়েছে জাতীয় শিশু-কিশোর সংগঠন ‘খেলাঘর’ চট্টগ্রাম মহানগর। ২৫ মার্চ কালরাতের গণহত্যায় শহিদদের স্মরণে খেলাঘর চট্টগ্রাম মহানগরের উদ্যোগে আলোক প্রজ্জ্বলন কর্মসূচি থেকে এ দাবি জানানো হয়। সোমবার (২৫ মার্চ) সন্ধ্যায় নগরীর নন্দনকাননস্থ সংগঠন কার্যালয়ের সামনে এই আলোক প্রজ্জ্বলন কর্মসূচি পালন করা হয়।

খেলাঘর চট্টগ্রাম মহানগর কমিটির সহ-সভাপতি দেবাশীষ রায়ের সভাপতিত্বে এবং সম্পাদকমন্ডলীর সদস্য প্রীতম দাশের সঞ্চলনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সদস্য চন্দন পাল, খেলাঘর চট্টগ্রাম মহানগর কমিটির সাধারণ সম্পাদক বিশ্বজিৎ বসু, সম্পাদকমন্ডলীর সদস্য পার্থ প্রতীম নাহা, শরণ বড়ুয়া, জয়ন্ত রাহা, সদস্য অমিত হোড়, দীপঙ্কর রুদ্র, লিটন শীল, নিউটন দত্ত প্রমুখ। কর্মসূচিতে খেলাঘর মহানগরের আসরসমূহের প্রতিনিধি, শিশু-কিশোর ভাইবোনসহ মহানগর নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন চন্দনাইশের দেশপ্রিয় খেলাঘর আসরের উদ্যোগে ভাষা দিবস পালন

সভায় বক্তারা বলেন, ১৯৭১ সালের ২৫ মার্চ পাকিস্তানী হানাদার বাহিনী নিরস্ত্র, নিরীহ বাঙালির ওপর ইতিহাসের নৃশংস ও বর্বরতম হত্যাযজ্ঞ চালায়। যা পৃথিবীর ইতিহাসে সবচেয়ে জঘন্য ও নৃশংস গণহত্যা। আমরা দীর্ঘদিন ধরে ১৯৭১ সালের ২৫ মার্চের গণহত্যাকে আন্তর্জাতিক গণহত্যা হিসেবে স্বীকৃতি দাবি জানিয়েছে আসছি। শহীদদের স্মরণে আয়োজিত এই কর্মসূচি থেকে আবারো এই দাবি জানানো হয়। বক্তারা মুক্তিযুদ্ধের চেতনায় অসাম্প্রদায়িক দেশ গড়ে তোলার লক্ষ্যে একটি দেশপ্রেমিক প্রগতিশীল, মানবিক মূল্যবোধ সম্পন্ন সুনাগারিক হিসেবে নবপ্রজন্ম গঠনের প্রত্যয় ব্যক্ত করেন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর