অনলাইন ডেস্কঃ ফুটপাত দখলকারীদের বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক)। নিয়মিত চলছে অভিয়ান, অনিয়ম পেলেই দেওয়া হচ্ছে দণ্ড। রবিবার (২৪ মার্চ) নগরীর বায়েজিদ থানা এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করেছেন চসিকের নির্বাহী ম্যাজিস্ট্রেট চৈতী সর্ববিদ্যা।
আরও পড়ুন সড়কে অবৈধ গাড়ী পার্কিং ও নির্মাণ সামগ্রী দেখলেই শাস্তি
অভিযানকালে চৌধুরী নগর আবাসিক এলাকার রাস্তার জায়গা দখল করে অবৈধভাবে দোকান নির্মাণের অপরাধে এবং ফুটপাতের ওপর গাড়ীর গ্যারেজ দিয়ে জনদূর্ভোগ সৃষ্টি করার দায়ে ৭ ব্যক্তির বিরুদ্ধে মামলা রুজু পূর্বক ৪২ হাজার অর্থদণ্ড প্রদােন করেন।
অভিযানকালে ম্যাজিস্ট্রেটকে সহায়তা করেছেন সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা-কর্মচারী ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ।
Leave a Reply