আজ ৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২২শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

বাংলাদেশ সেনাবাহিনী লক্ষীছড়ি জোনের মানবিক সহায়তা প্রদান


নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ সেনাবাহিনী লক্ষীছড়ি জোনের মানবিক সহায়তার অংশ হিসেবে ২৩ মার্চ লক্ষীছড়ি জোনের উদ্যোগে স্থানীয় অসহায় পরিবারের মাঝে ইফতার সামগ্রী, মসজিদ নির্মানের জন্য টিন, মসজিদের জন্য মাইক, বিভিন্ন বিদ্যালয় ও এতিমখানায় অনুদান এবং চিকিৎসার জন্য দরিদ্র পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করা হয়।

পার্বত্য জেলা খাগড়াছড়িতে স্থিতিশীলতা এবং শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের ধারা বজায় রাখার লক্ষ্যে বাংলাদেশ সেনাবাহিনীর গুইমারা রিজিয়নের অন্তর্গত লক্ষীছড়ি জোন নিয়মিতভাবে বিভিন্ন সেবামূলক এবং জনকল্যাণমূলক কার্যক্রমের ধারা অব্যাহত রেখেছে।

লক্ষ্মীছড়ি উপজেলার বসবাসরত দুঃস্থ ও হত দরিদ্র পরিবারগুলো বাংলাদেশ সেনাবাহিনীর এ মহতী উদ্যোগকে সাধুবাদ জানিয়ে লক্ষীছড়ি জোনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

মানবিক সহায়তা কর্মসূচী শেষে লক্ষীছড়ি জোনের জোন কমান্ডার লেঃ কর্ণেল এ এইচ এম জুবায়ের বলেন, বাংলাদেশ সেনাবাহিনী সবসময় সাধারণ মানুষের পাশে আছে এবং আগামীতেও এ ধারা অব্যাহত থাকবে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর