আজ ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

ছবি: রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে এসেছেন সুইডেনের রাজকুমারী ভিক্টোরিয়া

রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন সুইডেনের রাজকুমারী ভিক্টোরিয়া


আনোয়ার হাসান চৌধুরী, কক্সবাজারঃ বিশ্বের বৃহত্তম বিশেষ খুরুশকুল আশ্রয়ন প্রকল্প ও উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) শুভেচ্ছাদূত ও সুইডেনের রাজকুমারী ভিক্টোরিয়া। এদিন তিনি ব্যস্ত সময় পার করেছেন। এসময় তিনি মিয়ানমারের নির্যাতিত বাস্তুচ্যুতদের সঙ্গে সৌহার্দ্য বিনিময় করেছেন।

বুধবার (২০ মার্চ) দুপুরে নোয়াখালীর ভাসানচর থেকে সরাসরি সেনাবাহিনীর হেলিকপ্টারে কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পৌঁছান তিনি। এসময় তাকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন জেলা প্রশাসক মুহম্মদ শাহীন ইমরান, পুলিশ সুপার মাহফুজুর রহমান, শরণার্থী ও প্রত্যাবাসন কমিশনার মিজানুর রহমান, উখিয়া সার্কেল মোহাম্মদ রাসেল মিয়া, উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর হোসেন সহ সুইডেন দূতাবাসের কর্মকর্তারা।

আরও পড়ুন রোহিঙ্গা ক্যাম্পে গোলাগুলিতে নিহত ২

রোহিঙ্গা ক্যাম্পে তিনি বিভিন্ন প্রকল্প পরিদর্শন করেছেন। ক্যাম্প পরিদর্শন শেষে বিকালে কক্সবাজারের খুরুশকুলের জলবায়ু উদ্বাস্তুদের জন্য নির্মিত বিশ্বের বৃহত্তম আশ্রয়ণ প্রকল্প পরিদর্শন করেন।

প্রসঙ্গত, গত ১৮ মার্চ তিন দিনের সফরে বাংলাদেশে এসেছেন সুইডেনের ক্রাউন প্রিন্সেস ভিক্টোরিয়া। ঢাকায় সুইডেন দূতাবাস ও ইউএনডিপির তথ্য বলছে, ২০২৩ সালে ইউএনডিপির শুভেচ্ছাদূত হিসেবে নিয়োগ পাওয়ার পর প্রিন্সেস ভিক্টোরিয়ার এটি প্রথম বাংলাদেশ সফর। এর আগে ২০০৫ সালে বাংলাদেশ সফরে এসেছিলেন তিনি।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর