সরওয়ার কামাল, মহেশখালীঃ উপজেলার মাতারবাড়িতে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে এক ব্যবসায়ীকে ১ লাখ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত। এ সময় অবৈধ বালু উত্তোলনে ব্যবহৃত প্রায় ৩০টি পাইপ ভেঙ্গে নষ্ট করে দেওয়া হয়।
মঙ্গলবার (১৯ মার্চ) বিকালে মহেশখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তাছবীর হোসেন মাতারবাড়িতে রমজান উপলক্ষ্যে বাজার মনিটরিং করতে গেলে নতুন বাজারের পাশে সরকারী খাসভুক্ত রাঙ্গাখালী খালে অবৈধভাবে বালু উত্তোলন করতে দেখেন। তাৎক্ষণিক অভিযান চালিয়ে বালি উত্তোলনের জন্য ব্যবহৃত প্রায় ৩০টি পাইপ ভেঙ্গে দেওয়া হয় এবং অভিযুক্ত ব্যবসায়ী আব্দু শুক্কুরকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে ১ লাখ টাকা জরিমানা করা হয়।
আরও পড়ুন মহেশখালীর শাপলাপুর উচ্চ বিদ্যালয়ে হেলথ অ্যান্ড জেন্ডার নলেজ ক্যাম্প অনুষ্ঠিত
এসময় মাতারবাড়ির নতুন বাজার ও পুরাতন বাজারে বিভিন্ন দোকানে মেয়াদোর্ত্তীর্ণ পণ্য, মূল্য তালিকা না টাঙ্গানোসহ অতিরিক্ত দামে পণ্য বিক্রয়ের অভিযোগে একাধিক ব্যবসায়ীকে জরিমানা ও সর্তক করা হয়।
মহেশখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্টেট মো. তাছবীর হোসেন এ প্রসঙ্গে চাটগাঁর সংবাদকে বলেন, ‘মাতারবাড়িতে অবৈধভাবে সরকারি খাল ভরাট ও অবৈধ বালু উত্তোলনের দায়ে তাৎক্ষণিক অভিযান চালিয়ে ১ ব্যবসায়ীকে এক লাখ টাকা জরিমানা করা হয়। এ ধরনের কাজ কেউ করলে তাদের বিরুদ্ধে উপজেলা প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।’
Leave a Reply