আজ ১লা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৫ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

সংগৃহীত ছবি

এবারের ঈদে চট্টগ্রাম-কক্সবাজার রুটে বিশেষ ট্রেন, টিকেট ২৪ মার্চ থেকে


অনলাইন ডেস্কঃ চট্টগ্রাম ও কক্সবাজার জেলার বাসিন্দাদের ঈদযাত্রা স্বস্তি ও আরামদায়ক করতে এ রুটে প্রথমবারের মতো ঈদ স্পেশাল ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। এতে অতিরিক্ত ভাড়া, যানজট ও গাড়ি সংকট অনেকটা কমবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

এ রুটে দুটি বিশেষ ট্রেন আসা-যাওয়ার পথে দক্ষিণ চট্টগ্রাম ও কক্সবাজারের ৭টি স্টেশনে থামবে। ঈদুল ফিতরের আগে ও পরে পাঁচ দিন ট্রেনগুলো চলবে।

এই প্রথম এই অঞ্চলের মানুষ ট্রেনে চড়ে ঈদে বাড়ি যাওয়ার সুযোগ পাবেন। সড়ক পথের ওপর বাড়ি ফেরা মানুষের চাপও কিছুটা কমবে।

আরও পড়ুন ঈদে ট্রেনের ফিরতি টিকিট বিক্রি শুরু ৩ এপ্রিল

খোঁজ নিয়ে জানা গেছে, চট্টগ্রাম-কক্সবাজার রুটের ট্রেনটি চট্টগ্রাম রেলওয়ে স্টেশন থেকে সকাল সাতটায় কক্সবাজারের উদ্দেশ্যে রওনা হয়ে পৌঁছাবে সকাল ১০টা ২০ মিনিটে। আবার কক্সবাজার থেকে সন্ধ্যা সাতটায় ছেড়ে চট্টগ্রাম পৌঁছাবে রাত ১০টা ৫ মিনিটে।

পথে ট্রেনটি ষোলোশহর, জানালীহাট, পটিয়া, দোহাজারী, সাতকানিয়া, চকরিয়া, ডুলাহাজারা ও রামু স্টেশনে থামবে।

আগামী ৩ এপ্রিল থেকে চলবে ট্রেন দুটো। এজন্য অগ্রিম টিকেট মিলবে ২৪ মার্চ থেকে। গতবারের মতো এবারও ঈদযাত্রার কোনো টিকেট কাউন্টারে বিক্রি করা হবে না, অনলাইনেই মিলবে শতভাগ টিকেট।

তথ্যসূত্র: বাংলানিউজ২৪


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর