আজ ১লা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৫ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবসে বাংলাদেশ সেনাবাহিনীর লক্ষীছড়ি জোনের বিনামূল্যে চিকিৎসা সেবা


নিজস্ব প্রতিবেদক 

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪ তম জন্ম বার্ষিকী এবং জাতীয় শিশু দিবস উপলক্ষে খাগড়াছড়ি জেলার গুইমারা রিজিয়নের লক্ষীছড়ি জোন এর আয়োজনে দরিদ্র ও অসহায় মানুষের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা দেয়া হয়েছে।

১৭ মার্চ সকাল ৯ টায় লক্ষীছড়ি আর্মি জোনের অন্তর্গত প্রত্যন্ত দুর্গম বার্মাছড়ি এলাকায় সকল সম্প্রদায়ের অসহায়, দুঃস্থ ও সুবিধা বঞ্চিত মানুষের জন্য বিনামূল্যে দিনব্যাপী চিকিৎসা সেবা প্রদান কার্যক্রম পরিচালনা করা হয়। ৩৬৫ জন রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ সহায়তা প্রদান করা হয়।

লক্ষীছড়ি জোনের পক্ষ থেকে রেজিমেন্টাল মেডিক্যাল অফিসার ক্যাপ্টেন আল-আমীন সিদ্দিকী রোগীদের মাঝে চিকিৎসা সেবা প্রদান করেন।

লক্ষ্মীছড়ি উপজেলার বার্মাছড়ি অঞ্চলের বসবাসকারী অসহায় হতদরিদ্র পরিবারগুলো বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ সহায়তা পেয়ে বাংলাদেশ সেনাবাহিনীর মহতী উদ্যোগকে সাধুবাদ জানান।

বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদানকালে লক্ষীছড়ি জোনের উপ-অধিনায়ক মেজর সরওয়ার জাহান বলেন, বাংলাদেশ সেনাবাহিনী সর্বদা পার্বত্য অঞ্চলের মানুষের পাশে রয়েছে এবং আগামীতেও পাশে থেকে দেশের উন্নয়নে, মানবতার কল্যাণে কাজ করে যাবে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর