আজ ১লা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৫ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

সংগৃহীত ছবি

ঈদে বিআরটিসির অতিরিক্ত ৫৫০ বাস, পত্রিকায় বিজ্ঞপ্তি


অনলাইন ডেস্কঃ এবারের ঈদুল ফিতর উপলক্ষ্যে রাজধানীসহ দেশের বিভিন্ন রুটে অতিরিক্ত বাস চলাচল করবে বলে ঘোষণা দিয়েছে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট করপোরেশন (বিআরটিসি)। সোমবার (১৮ মার্চ) সকালে রাজধানীর বিআরটিসি ভবনে আয়োজিত এক মতবিনিময় সভায় এ সিদ্ধান্তের কথা জানান সংস্থাটির চেয়ারম্যান মো. তাজুল ইসলাম।

সভায় তাজুল ইসলাম বলেন, আসন্ন ঈদুল ফিতরে ঢাকাসহ দেশের বিভিন্ন রুটে চলাচলকারী দূরপাল্লার পরিবহনের সঙ্গে বিআরটিসির অতিরিক্ত ৫৫০ বাস যাত্রীদের সেবায় নিয়োজিত থাকবে।

আরও পড়ুন বোয়ালখালী পরিবহনে আরো ২টি বিআরটিসি বাস সংযুক্ত

তিনি আরো বলেন, আমরা গত সপ্তাহে ঈদ উপলক্ষ্যে বৈঠক করেছি। সেখানে সিদ্ধান্ত নেয়া হয়েছে যে ঢাকা শহরে আমাদের ৬০০ বাস আছে। এখান থেকে ঢাকা শহরের জন্য ৫০ বাস রেখে বাকি ৫৫০ বাস ঈদ সার্ভিসে যুক্ত করা হবে। এছাড়া আমাদের বাকি দূরপাল্লার বাসগুলো নিয়মিত চলবে।

এবার ঈদের ছুটি লম্বা হওয়ায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি।

ঈদ পরিকল্পনা সম্পর্কে জানতে চাইলে বিআরটিসির চেয়ারম্যান বলেন, এ বিষয়ে পত্রিকায় গণবিজ্ঞপ্তি দেয়া হবে। এখন থেকে নতুন করে আর কোনো গাড়ি লিজে চালানো হবে না বলেও জানান তিনি।

তথ্যসূত্র: বণিক বার্তা


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর