আজ ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

সংগৃহীত ছবি

বাংলাদেশে ৩ দিনের সফরে সুইডেনের ক্রাউন প্রিন্সেস ভিক্টোরিয়া, অভ্যর্থনা পররাষ্ট্রমন্ত্রীর


অনলাইন ডেস্কঃ ঢাকায় পৌঁছেছেন সুইডেনের ক্রাউন প্রিন্সেস ও জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) শুভেচ্ছাদূত ভিক্টোরিয়া। সোমবার (১৮ মার্চ) সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে অভ্যর্থনা জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ।

আরও পড়ুন সুইডেনে কোরআন পোড়ানোর ঘটনায় বাংলাদেশের নিন্দা

২০২৩ সালে ইউএনডিপির শুভেচ্ছাদূত হিসাবে নিয়োগ পাওয়ার পর প্রিন্সেস ভিক্টোরিয়ার এটি প্রথম বাংলাদেশ সফর। এর আগে ২০০৫ সালে বাংলাদেশ সফরে এসেছিলেন তিনি। ঢাকায় সুইডেন দূতাবাস এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে।

এবার তিন দিনের সফরে তিনি বাংলাদেশ উন্নয়ন অভিযাত্রার পাশাপাশি জলবায়ু পরিবর্তন, লৈঙ্গিক সমতা, পরিবেশবান্ধব ও ডিজিটাল রূপান্তর এবং ব্যবসায়িক খাতের ভূমিকার ওপর দৃষ্টি রেখে এসডিজি বাস্তবায়নের অগ্রগতি এবং চলমান চ্যালেঞ্জগুলো যাচাই করে দেখবেন। এছাড়া তিনি বৃহত্তম শরণার্থী শিবিরে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের দেখতে কক্সবাজার যাবেন।

তথ্যসূত্র: বণিক বার্তা


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর