আজ ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

বৈলতলীতে অগ্নিকাণ্ড, ১১ গরু ভষ্মিভূত


সৈয়দ শিবলী ছাদেক কফিল:

চন্দনাইশের বৈলতলীতে আগুনে পুড়ে প্রাণ হারিয়েছে ১১ গরু। আবদুল গফুর নামে এক খামারির ১১টি গরু মারা গেছে। ১২ মার্চ মঙ্গলবার সকালে বৈলতলী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড বুড়ির দোকান এলাকায় জনৈক আবদুল গফুরের খামারে এ অগ্নিকাণ্ড ঘটে।

তবে ক্ষতিগ্রস্ত মালিকের সন্দেহ প্রতিবেশীকে ঘিরে।
আশে-পাশের কোন ঘর ক্ষতিগ্রস্ত হয়নি। এমনকি খামার বা গোয়ালঘরটির চালের ও পাশের টিনও ভাল করে পুড়েনি। খামারি আব্দুল গফুর বলেন, ‘পূর্ব শত্রুতার জের ধরে পার্শ্ববর্তীরা আগুন লাগিয়েছে বলে সন্দেহ হচ্ছে। ধার-দেনা করে এসব গরু কিনেছিলাম। প্রায় ২০ লাখ টাকার উপরে ক্ষতি হয়েছে আমার।’

থানায় অভিযোগ করার প্রস্তুতি চলছে বলে জানা যায়।
বৈলতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এম সায়েম বলেন, ‘অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। উপজেলা প্রশাসনকে জানানো হয়েছে। সেখান থেকে সহযোগিতার আশ্বাস দেওয়া হয়েছে।’ চন্দনাইশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের ফায়ার সূত্রে জানা যায়- ‘খবর পেয়ে ফায়ার সার্ভিসের লোকজন দ্রুত ঘটনাস্থলে যায়। ততক্ষণে স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে সেখানে ১১টি গরু পুড়ে মারা গেছে, ৪টি গরু জীবিত উদ্ধার করা হয়েছে।’ চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ (ওসি) ওবায়দুল ইসলাম বলেন, ‘তবে অভিযোগ পেলে আমরা বিষয়টি তদন্ত করে দেখবো।’


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর