অনলাইন ডেস্কঃ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী আগামি ১৭ মার্চ (রবিবার)। দিবসটি রমজান মাসে পড়ার কারনে এবং শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে বলে আজ সোমবার (১১ মার্চ) চট্টগ্রামে জাতির জনকের জন্মবার্ষিকী উদযাপন করেছে বঙ্গবন্ধু শিশু-কিশোর চর্চা কেন্দ্র।
এসময় ভাষার মাসে আয়োজিত প্রতিযোগিতার পুরস্কারও বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এম. বি. এইচ, ডি. এম. এইচ (চন্ডী) ভারত তুরাগী লেখক-গবেষক ও বঙ্গবন্ধু সাংস্কৃতিক চর্চা শিশু কিশোর চট্টগ্রাম বিভাগের উপদেষ্টা ডা. উদয় শঙ্কর রায়।
আরও পড়ুন ‘বঙ্গবন্ধু শিক্ষা বীমা’ বাস্তবায়নে ধীরগতি
নগরীর চান্দগাঁও থানাধীন বাহির সিগন্যালেরে সূর্যমুখী কিন্ডারগার্টেন হাইস্কুল মিলনায়তনে এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেছেন সংগঠনটির সাধারণ সম্পাদক সাবরিনা আফরোজা। সঞ্চালনা করেছেন প্রতিষ্ঠাতা পরিচালক ও নৃত্য প্রশিক্ষক মধু চৌধুরী। এসময় উপস্থিত ছিলেন সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক বায়োজিদ ফরায়েজী, সাংস্কৃতিক সম্পাদক টুম্পা দাশ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের প্রচার ও প্রকাশক সম্পাদক সালমা বিনতে ইব্রাহিম, টুম্পা দে, স্বস্তিকা বড়ুয়া। আলোচনা শেষে বিজয়ীদের মাঝে
অতিথিবৃন্দ পুরস্কার ও সনদপত্র বিতরণ করেন।
Leave a Reply