অনলাইন ডেস্কঃ হৃদরোগ ও মাদক প্রতিরোধে স্কুল থেকে সচেতনতা তৈরি করা জরুরি বলে মন্তব্য করেছেন সাতকানিয়ার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিল্টন বিশ্বাস। শুক্রবার (৮ মার্চ) ঢেমশা উচ্চ বিদ্যালয়ে চট্টগ্রাম হার্ট ফাউন্ডেশন আয়োজিত স্কুলভিত্তিক হৃদরোগ প্রতিরোধে গণসচেতনতা সৃষ্টির লক্ষ্যে পরিচালিত ফ্রি হার্ট ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
এসময় তিনি শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি শরীরচর্চা ও খেলাধুলা করার পরামর্শ দেন। এছাড়াও তিনি স্কুল পর্যায়ে এরকম সচেতনতামূলক কর্মসূচি পালন করায় চট্টগ্রাম হার্ট ফাউন্ডেশন কর্তৃপক্ষের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন।
ঢেমশা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক জাসেদুল আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেছেন চট্টগ্রাম প্রেসক্লাবের সাবেক সভাপতি ও বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আবু সুফিয়ান। সভাপতি তার বক্তব্যে গ্রামীণ পর্যায়ে ফ্রি হার্ট ক্যাম্পের মতো গণসচেতনতা মূলক মানবিক কর্মসূচি পালন করায় ফাউন্ডেশনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
ক্যাম্পটির উদ্বোধন করেছেন চট্টগ্রাম হার্ট ফাউন্ডেশনের মহাসচিব খ্যাতিমান হৃদরোগ বিশেষজ্ঞ ডা. প্রবীর কুমার দাশ।
এসময় তিনি বলেন, ‘হার্টের রোগের পরিণতি হলো আকষ্মিক মৃত্যু। এই রোগ থেকে বাঁচার অন্যতম উপায় হলো সচেতনতা তৈরি করা। শৈশব থেকে হৃদরোগ সচেতনতা বাড়ানোর লক্ষ্যে চট্টগ্রাম হার্ট ফাউন্ডেশন প্রথমবারের স্কুলভিত্তিক গণসচেতনতা কর্মসূচি হাতে নিয়েছে। তিনি জানান এই কর্মসূচি পর্যায়ক্রমে সারাদেশে ছড়িয়ে দেয়া হবে।’
আরও পড়ুন ছগীর আহমদ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হলো সাতকানিয়ায়
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন প্রধান শিক্ষক দয়াল হরি মজুমদার। এছাড়া অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন হৃদরোগ বিশেষজ্ঞ ডা. এ কে এম নাসির উদ্দীন, ডা. উজ্জ্বল চক্রবর্তী, দেশের প্রথম ক্লিনিক্যাল পুষ্টিবিদ হাসিনা আক্তার লিপি, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক এবং চাটগাঁর সংবাদ পত্রিকার সম্পাদক নুরুল আবছার চৌধুরী, শিক্ষানুরাগী সদস্য সুভাষ চন্দ্র দাশ, শষী ভূষণ বড়ুয়া, ডা. শ্যামল দাশ, শান্তা বিশ্বাস, অধ্যাপক ডা. মো. আনোয়ারুল হক চৌধুরী, অধ্যাপক ডা. মো. আবু তারেক ইকবাল, ডা. উজ্জ্বল চক্রবর্তী, ডা. প্রবাল চক্রবর্তী, ডা. সাইফ উদ্দিন (আজাদ), বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ, স্থানীয় ইউপি সদস্যসহ এলাকার বিভিন্ন শ্রেণি পেশার মানুষ। ক্যাম্পিংয়ে বিভিন্ন বয়সের প্রায় শতাধিক হার্টের রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা দেয়া হয়। রোগী দেখা শেষে সভাপতির ঘোষণার মধ্য দিয়ে জুমার পূর্বে অনুষ্ঠান সমাপ্ত হয়।
Leave a Reply