আজ ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী নজরুল ইসলাম চৌধুরীকে চন্দনাইশ উপজেলা প্রশাসনের সংবর্ধনা


মোঃ কামরুল ইসলাম মোস্তফা, চন্দনাইশঃ

চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ-সাতকানিয়া আংশিক) আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মো. নজরুল ইসলাম চৌধুরী শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নিযুক্ত হওয়ায় তাঁকে সংবর্ধনা দিয়েছে চন্দনাইশ উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার (৭ মার্চ) উপজেলা পরিষদের নবনির্মিত হলরুমে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী নজরুল ইসলাম চৌধুরী এমপি বলেন, “মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে আস্থা ও বিশ্বাস রেখে আমাকে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে নিযুক্ত করেছেন আমি সর্বোচ্চ আন্তরিকতা দিয়ে তাঁর আস্থার প্রতিদান দিতে চাই। চন্দনাইশ উপজেলার দুই পৌরসভা ও আট ইউনিয়ন এবং সাতকানিয়া উপজেলার ছয় ইউনিয়নের জনগণ এবং নেতৃবৃন্দের নিকট কৃতজ্ঞতা জানাই। তাঁরা টানা তিনবার আমাকে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত করেছেন এবং মানুষের সেবা করার সুযোগ করে দিয়েছেন। চট্টগ্রাম-১৪ আসনের জনগণ তথা বাংলাদেশের জনগণের প্রতি সর্বোচ্চ ত্যাগ স্বীকার করে কাজ করে যেতে চাই। আমি সারা জীবন বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক হিসেবে দূর্নীতি মুক্ত থেকে আমার উপর অর্পিত দায়িত্ব পালন করেছি। ভবিষ্যতেও আমি সততা ও নিষ্ঠার সাথে বঙ্গবন্ধুর কন্যার নেতৃত্বে মানুষের সেবায় নিরলসভাবে কাজ করে যেতে চাই।”

উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) ডিপ্লোমেসি চাকমা।

সমাজসেবা কর্মকর্তা রাসেল চৌধুরীর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- চন্দনাইশ উপজেলা পরিষদ চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) এডভোকেট কামেলা খানম রুপা, চন্দনাইশ পৌরসভার মেয়র মাহবুবুল আলম খোকা, উপজেলা পরিষদ ভাইস-চেয়ারম্যান মৌলানা সোলাইমান ফারুকী, চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ ওবায়দুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগ সভাপতি জাহেদুল ইসলাম জাহাঙ্গীর, সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম জেলা পরিষদ সদস্য আবু আহমদ চৌধুরী জুনু, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা জাফর আলী হিরু, দোহাজারী পৌরসভার মেয়র মোহাম্মদ লোকমান হাকিম, ইউপি চেয়ারম্যান খোরশেদ বিন ইসহাক, উপজেলা যুবলীগ আহবায়ক তৌহিদুল আলম, উপজেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক মারজাদুল ইসলাম চৌধুরী আরমান প্রমূখ।

এসময় উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান আব্দুল শুক্কুর, আমিন আহমদ চৌধুরী রোকন, খোরশেদ আলম টিটু, আহমদুর রহমান ভেট্টাসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, আওয়ামীলীগ ও অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর