আজ ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

মইজ্জারটেক এস আলম সুগার মিলে আগুন


অনলাইন ডেস্ক

কর্ণফুলী এলাকায় একটি চিনিকলে আগুন লাগার ঘটনা ঘটেছে। আগুনের ভয়াবহতা বৃদ্ধি পাওয়ায় তিন ঘণ্টা পেরিয়ে গেলেও এখনো নিয়ন্ত্রণে আসেনি আগুন। সোমবার (৪ মার্চ) বিকেল ৪টার দিকে কর্ণফুলী মইজ্জারটেক এলাকায় এস আলম সুগার মিলে এ আগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।

কর্ণফুলী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা শোয়েব হোসাইন মুন্সী বাংলানিউজকে বলেন, আগুন লাগার খবর পেয়ে প্রথমে আমাদের ৬টি ইউনিট কাজ শুরু করে। আগুনের ভয়াবহতা বেড়ে গেলে পরে আরও ৬টি ইউনিট যুক্ত হয়। এখন পর্যন্ত মোট ১২টি ইউনিট কাজ করছে। তিন ঘণ্টা পেরিয়ে গেলেও আগুন এখনো নিয়ন্ত্রণে আসেনি। আমাদের চেষ্টা চলমান।

এদিকে আগুন নির্বাপণ কাজে যোগ দিয়েছে বাংলাদেশ নৌবাহিনীর দুইটি টিম। কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহির হোসেন বলেন, আগুন নেভাতে ফায়ার সার্ভিস কাজ করছে। এখনো আগুনে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর