আজ ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

ছবি: কর্ণফুলী উপজেলায় জাতীয় ভোটার দিবস উদযাপন

বর্ণাঢ‍্য র‍্যালি ও আলোচনায় কর্ণফুলীতে জাতীয় ভোটার দিবস উদযাপন


ওসমান হোসেন, কর্ণফুলীঃ উপজেলায় বর্ণাঢ‍্য র‍্যালি ও আলোচনা সভা আয়োজনের মধ্য দিয়ে ৬ষ্ঠ জাতীয় ভোটার দিবস উদযাপন করা হয়েছে। চলতি বছর দিবসটির প্রতিপাদ্য ছিলো ‘সঠিক তথ্যে ভোটার হবো, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলবো’।

শনিবার (২ মার্চ) সকাল ১০টায় উপজেলা প্রাঙ্গণ থেকে র‍্যালিটি বের হয়ে উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এরপর উপজেলা ভবনের মিলায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুমা জান্নাতের সভাপতিত্বে ও উপজেলা নির্বাচন অফিসার মোহাম্মদ আসাদুজ্জামানের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আ.লীগের সভাপতি আলহাজ্ব ফারুক চৌধুরী। আরও উপস্থিত ছিলেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) পিযুষ কুমার চৌধুরী, প্রাণীসম্পদ কর্মকর্তা ডাক্তার রুম্মান তালুকদার, প্রাথমিক শিক্ষক কর্মকর্তা মহিউদ্দিন মোহাম্মদ আলমগীর, সহকারী উপজেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ মোজাম্মেল হক, সেনেটারী ইন্সপেক্টর মনোয়ারা বেগম, উপজেলা নির্বাচন কর্মকর্তা অজিত আইচ, মোহাম্মদ মুকিদুল মজিদ, মোহাম্মদ শাহ আলম, মোহা. নাসিম উদ্দীন, মো. মোজাম্মেল হক, বিউটি বেগমসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, কর্মচারী, স্থানীয় জনসাধারণ ও বিদ‍্যালয়ের শিক্ষার্থীরা।

আরও পড়ুন কর্ণফুলীতে কৃষি ব‍্যাংকের উদ্যোগে আর্থিক সাক্ষরতা দিবসের আলোচনা সভা

আলোচনা সভায় কর্ণফুলী উপজেলার ভোটার হারনাগাদ তথ্য প্রকাশ করেন উপজেলা সহকারি নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ মোজাম্মেল হক। তিনি জানান, খসড়া তালিকা অনুযায়ী এ উপজেলায় বর্তমানে ১ লাখ ২৮ হাজার ১৬১ জন ভোটার রয়েছে। তন্মধ্যে ৬৮ হাজার ৪৭৩ জন পুরুষ এবং ৫৯ হাজার ৬৮৮ জন নারী। উপজেলাটিতে কোনো হিজড়া (তৃতীয় লিঙ্গ) ভোটার এখনও অন্তর্ভুক্ত হয়নি বলেও জানান তিনি।

প্রসঙ্গত, ২০১৮ সালের এপ্রিল মাসে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে ‘গণতন্ত্র, নির্বাচন ও ভোটাধিকার বিষয়ে সচেতনতা তৈরির লক্ষ্যে’ প্রতিবছরের ১ মার্চকে জাতীয় ভোটার দিবস হিসেবে উদ্‌যাপন করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ সরকার। এক বছর ভোটার দিবস পালনের পরে এই তারিখ পরিবর্তন করে ২ মার্চ করা হয়।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর