অনলাইন ডেস্ক
সাবেক কলকাতার মেয়র, কংগ্রেস সভাপতি, ত্রিমুকুট উপাধিপ্রাপ্ত, বরমা ত্রাহি মেনকা উচ্চ বিদ্যালয়সহ বহু শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা, ব্যারিস্টার দেশপ্রিয় যতীন্দ্র মোহন সেনগুপ্তের ১৩৯ তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে চন্দনাইশের বরমা ত্রাহি মেনকা উচ্চ বিদ্যালয় ও দেশপ্রিয় খেলাঘর আসরের উদ্যোগে ২২ ফেব্রুয়ারি বিভিন্ন কর্মসূচী পালিত হয়। কর্মসূচীর মধ্যে ছিল আলোচনা সভা, পুস্তিকা বিতরণ, দেশপ্রিয়ের স্মৃতিফলকে পুষ্পস্তবক দিয়ে শ্রদ্ধাজ্ঞাপন ইত্যাদি।
বরমা ত্রাহি মেনকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আ হ ম সৈয়দ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বরমা ডিগ্রি কলেজের অধ্যক্ষ কৃষিবিদ মোহাম্মদ জাহাঙ্গীর আলম, বিশেষ অতিথি ছিলেন সাংবাদিক সৈয়দ শিবলী ছাদেক কফিল। দেশপ্রিয় খেলাঘর আসরের সহ-সভাপতি রাজীব আচার্য্যের সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে আলোচনা করেন গোপাল বিশ্বাস, সমীরণ কুমার দত্ত, কাঞ্চন চক্রবর্তী, নুরুল হোসেন, শর্বরী দে, সাইফুল ইসলাম, কালীচরণ রায়, অপু কুমার দেব, টিটন দাশ প্রমুখ।
আলোচকরা বলেন- দেশপ্রিয় যতীন্দ্র মোহন সেনগুপ্তের নামে চন্দনাইশের একটি সড়ক নামকরণ এবং তাঁর শ্মশান ও স্মৃতিফলক ভাঙ্গনরোধে বাবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট বিভাগের প্রতি দাবী জানান।
Leave a Reply