আজ ৩রা পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৮ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

সমাজসেবী রায়মোহন দাশের ক্রিয়া ও স্মরণ সভা সম্পন্ন


সৈয়দ শিবলী ছাদেক কফিল:

চট্টগ্রামের ঐতিহ্যবাহী শিশু সংগঠন ও মেধাবিকাশ কেন্দ্র “শিশুদের পাঠশালা”র সাধারণ সম্পাদক, বাংলাদেশ পুলিশের পরিদর্শক, বিশিষ্ট সমাজচিন্তক সজল দাশের পিতা সমাজসেবী রায় মোহন দাশের পারলৌকিক ক্রিয়া ও স্মরণ সভা শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) সীতাকুণ্ড উপজেলার মছজিদ্দা সুলতানামন্দির এলাকায় সম্পন্ন হয়। শিশুদের পাঠশালার উপ-পরিচালক ও কানাইমাদারী ড. অলি আহমদ বীর বিক্রম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিন্টু কুমার দাশের সভাপতিত্বে অনুষ্ঠিত ক্রিয়াউত্তর স্মরণ সভায় প্রধান অতিথি ছিলেন শিশুদের পাঠশালার মহাপরিচালক, দৈনিক আজাদীর জ্যেষ্ঠ প্রতিবেদক, চট্টগ্রাম প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক, কবি-সাংবাদিক শুকলাল দাশ। বিশেষ অতিথি ছিলেন দৈনিক প্রথম আলোর প্রতিনিধি কৃষ্ণ চন্দ্র দাশ, বেক্সিমকো ফার্মার ম্যানেজার অসীম শীল, কমার্স ব্যাংকের ম্যানেজার শংকর চৌধুরী, ব্যাংকার দেবাশীষ নাগ, রাজনীতিবিদ মো. রফিকুল আলম বাপ্পী, ইউপি মেম্বার সালাউদ্দীন ও মুহাম্মদ খোরশেদ আলম।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রয়াতের স্ত্রী পুষ্প দাশ, পুত্র শ্যামল, পুত্র ও ব্রাহ্মনবাড়িয়ার নবীনগর থানার ইন্সপেক্টর সজল দাশ, কন্যা স্বপ্না দাশ, পাঠশালা সংগঠক এ এইচ এম কাউসার, সাবেদ হোসেন, সাংস্কৃতিক ব্যক্তিত্ব সুজিত দাশ অপু, ব্যাংকার সাজু ভৌমিক, বিভু ভট্টাচার্য্য, জয়ন্ত চৌধুরী মিথুন, মছজিদ্দা উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র (এমএইচএসিয়ান) আবু রাসেল, মোহাম্মদ ইব্রাহীম প্রমুখ। স্মরণ সভা সঞ্চালনা করেন শিশুদের পাঠশালার যুগ্মসম্পাদক সাংবাদিক সৈয়দ শিবলী ছাদেক কফিল।

স্মরণ সভায় বক্তারা বলেন, ভালো মানুষ কর্মের মধ্যদিয়ে সজীব বা অমর হয়ে থাকেন। সমাজসেবী রায় মোহন দাশ তেমনই একজন সমাজের নিবেদিত ও গুণী মানুষ। এ গুণীজনের প্রয়ানে শিশুদের পাঠশালার পক্ষ থেকে গভীর শোক ও শ্রদ্ধা জ্ঞাপন, শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানান এবং প্রয়াতের বিদেহী আত্মার সদগতি কামনা করেন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর