আজ ৮ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, ২১শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

সংগৃহীত ছবি

চট্টগ্রামে এক্সপো সেন্টার স্থাপন কতদূর


অনলাইন প্রতিবেদকঃ গত কয়েক দশকে চট্টগ্রামে একে একে কমেছে অসংখ্য খেলার মাঠ। যেগুলো এখনও অক্ষত রয়েছে সেগুলোতেও মেলা কিংবা অন্যান্য আয়োজনের কারনে খেলাধুলা করতে পারেন না ক্রীড়ামোদিরা। এরমধ্যে প্রতিবছর আন্তর্জাতিক বাণিজ্য মেলার জন্য দখল হয়ে যায় নগরীর পলোগ্রাউন্ডের মাঠটিও।

বিষয়টিকে গুরুত্ব দিয়ে এবং অংশীজনদের প্রস্তাবনার ভিত্তিতে গত বছরের মার্চ মাসে চট্টগ্রামের জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান সাংবাদিকদের জানিয়েছিলেন, ২০২৪ সাল থেকে বাণিজ্য মেলা জঙ্গল সলিমপুরে অনুষ্ঠিত হবে। কিন্তু সে কথার ব্যত্যয় ঘটেছে। বরাবরের মতো চলতি বছরও পলোগ্রাউন্ডেই আয়োজন হয়েছে এ মেলার। এ কারনে আক্ষেপ প্রকাশ করেছেন মেলার আয়োজক সংস্থা চট্টগ্রাম চেম্বার অব কমার্সের সভাপতি ওমর হাজ্জাজ। সোমবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে আগ্রাবাদের ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের বঙ্গবন্ধু কনফারেন্স হল এ অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘চট্টগ্রামে কেন খেলার মাঠের এত অভাব? এটা আমাদের ব্যর্থতা। চেম্বার প্রতিবছর দাবি জানিয়ে আসছে আন্তর্জাতিক মানের একটি এক্সপো সেন্টার নির্মাণের জন্য। ইতোমধ্যে জঙ্গল সলিমপুরসহ কয়েকটি জায়গায় এই এক্সপো সেন্টার স্থাপনের প্রস্তাব দেওয়া হয়েছে। এটা বাস্তবায়ন খুবই জরুরি।’

আরও পড়ুন চট্টগ্রামে আন্তর্জাতিক বাণিজ্য মেলা ১৫ ফেব্রুয়ারি শুরু

এ প্রসঙ্গে জানতে চাইলে চট্টগ্রাম জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান চাটগাঁর সংবাদকে বলেন, ‘এক্সপো সেন্টার স্থাপনের বিষয়ে কোনো কাজই এখনো এগোয়নি। চলমান মাস্টারপ্ল্যানের কাজ সমাপ্ত হলে এ বিষয়ে সংশ্লিষ্ট দপ্তরে প্রস্তাব পাঠানো হবে।’

খোঁজ নিয়ে জানা গেছে, বর্তমানে চট্টগ্রাম উন্নয়ন কতৃপক্ষের (সিডিএ) মাস্টারপ্ল্যান বাস্তবায়নসহ বেশ কয়েকটি সংস্থার প্রকল্প এখনো চলমান। এসব প্রকল্প সমাপ্ত হতে ২০২৬ সাল নাগাদ সময় লাগবে। অর্থাৎ চট্টগ্রামে এক্সপো সেন্টার স্থাপনের প্রকল্প গ্রহণ হতে পারে ২০২৬ সালে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর