আজ ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

সংগৃহীত ছবি

ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে আইটি ফেয়ার ১৭ ফেব্রুয়ারি শুরু


অনলাইন ডেস্কঃ নগরীর ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে ৫ম আইটি ফেয়ার ১৭ জানুয়ারি থেকে শুরু হচ্ছে। স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে সহায়ক আধুনিক প্রযুক্তির প্রদর্শন ও বিপণনের লক্ষ্যে ২০১৬ সাল থেকে দ্য চিটাগাং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (সিসিসিআই) এ ধরনের মেলার আয়োজন করে আসছে। সিসিসিআইয়ের সাথে চলতি বছরও তিনদিন ব্যাপী এ মেলার যৌথ আয়োজক সোসাইটি অব চিটাগাং আইটি প্রোফেশনাল (এসসিআইটিপি)। ২০২৭ সাল থেকে সংস্থাটি চেম্বারের সাথে এ যৌথ আয়োজনে অংশ নিচ্ছে।

মেলা আয়োজক সূত্রে জানা গেছে, ১৭ জানুয়ারি বেলা ১১টায় মেলা উদ্বোধন করবেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। প্রতিবারের মত এবারও মেলায় প্রতিদিন অনুষ্ঠিত হবে গুরুত্বপূর্ণ বিষয়ে সেমিনার। এরমধ্যে উদ্বোধনী দিবসে অর্থাৎ শনিবার সন্ধ্যায় সাইবার সিকিউরিটি বিষয়ে, দ্বিতীয়দিন অর্থাৎ ১৮ ফেব্রুয়ারি (রবিবার) বেলা ১১ টায় ‘আগামির ক্ষমতায়ন: স্মার্ট বাংলাদেশে নারী’ ও বিকাল ৩ টায় ‘ডিজিটাল মার্কেটিং’ এবং মেলার তৃতীয় ও সমাপনী দিবস সোমবার বেলা ১১ টায় ‘স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে উদ্ভাবিত ‘ইকো সিস্টেম’ ও বিকাল ৩টায় ‘ওরাকল ক্লাউড’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হবে। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত মেলা প্রাঙ্গন সকলের জন্য উন্মুক্ত এবং এতে দর্শনার্থী প্রবেশ ফ্রি। এবার মেলায় দেশী-বিদেশী ৪০টি প্রতিষ্ঠানের প্রায় ৬০টি স্টল থাকছে। তরুণদের স্কিলড ডেভেলপমেন্টের জন্য মেলায় থাকছে দ্য ইঞ্জিনিয়ার্স ক্লাবের বিশেষ স্টল। এছাড়া ভারত, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, চীন ও আয়ারল্যান্ডের মালিকানাধীন আইটি ও আইটি সল্যুশন বেইজড প্রতিষ্ঠান এবারের ফেয়ারে অংশ নিচ্ছে। ফ্রি র‌্যাফল ড্রর পুরস্কার দেওয়া হবে সমাপনী দিবসের সন্ধ্যায়।

আরও পড়ুন সিসিসিআই এম্প্লয়িজ ইউনিয়নের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

সিসিসিআই সূত্র জানিয়েছে, প্রযুক্তিনির্ভর এই বিশ্বে চট্টগ্রামের আইটি মেলা ও প্রযুক্তিপণ্য প্রদর্শনীর আয়োজন চট্টগ্রাম চেম্বারের নিয়মিত কার্যক্রমের অন্যতম অংশ। ২০১৬ সালে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের উদ্বোধনের পর থেকে ভবনটির অস্থায়ী এক্সপো সেন্টারে চেম্বারের উদ্যোগে প্রতিবছর সেক্টরভিত্তিক বিভিন্ন মেলা আয়োজন করা হচ্ছে। ইতোমধ্যে এই ভেন্যুতে অসংখ্য মেলা সফলভাবে আয়োজন ও সম্পন্ন হয়েছে। এতে জনসাধারণের ব্যাপক সাড়াও পাওয়া গেছে। বিগত বছরগুলোতে ৪টি আইটি মেলা সফলভাবে সম্পন্ন করেছে সিসিসিআই ও এসসিআইটিপি। আইটি খাতের বিকাশে চেম্বারের এই সহযোগিতামূলক কর্মকান্ডের জন্য ধন্যবাদ ও কতৃজ্ঞতা জানিয়েছে এসসিআইটিপি।

এবারের মেলায় প্লাটিনাম পার্টনার এফ ফাইভ, গোল্ড স্পন্সর ডিডিএন, সিলভার পার্টনার শোপজ, টেকনোলজি পার্টনার লিঙ্কথ্রি এবং সাইবার সিকিউরিটি পার্টনার বিটলস।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর