আজ ৩০শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ, ১৫ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

গাছবাড়িয়া পিপিএস স্কুল পরিদর্শনে এডভোকেট কামেলা


চন্দনাইশ সংবাদদাতা:

চন্দনাইশ উপজেলা পরিষদের চেয়ারম্যান (অস্থায়ী) এডভোকেট কামেলা খানম রূপা ১২ ফেব্রুয়ারি ২০২৪ সোমবার পৌরএলাকার গাছবাড়িয়া পিপিএস মডেল উচ্চ বিদ্যালয় পরিদর্শন করেন। এসময় তিনি বিদ্যালয়ের বিভিন্ন কক্ষ, আসবাবপত্র ও অবকাঠামো ঘুরে দেখেন।

পরে শিক্ষক মিলনায়তনে শিক্ষক-অভিভাবকদের সাথে এক মতবিনিময় সভায় মিলিত হন। বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও সভাপতি মো. নুরুল হক চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় তিনি (উপজেলা পরিষদের অস্থায়ী চেয়ারম্যান এডভোকেট কামেলা খানম রূপা) প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা শিল্পকলা একাডেমির নির্বাহী সদস্য সাংবাদিক সৈয়দ শিবলী ছাদেক কফিল, ছাত্রনেতা নাঈম ভুঁইয়া, বিদ্যালয়ের প্রধান শিক্ষক রামপদ দাশ, সহকারী শিক্ষক মো. তারেক, মো. ইসমাইল, শিমু আকতার, মোছাম্মৎ লিসা, পিংকি বড়ুয়া, চুমকি রুদ্র, নিশিতা তালুকদার, নাসিমা আকতার, সহকারী শিক্ষিকা মোছাম্মৎ মুকতুজা, মর্জিনা আকতার প্রমুখ।
তিনি বলেন, শিক্ষাই জাতির মেরুদণ্ড। জাতির এ মেরুদণ্ড মজবুত করতে শিক্ষায় সর্বোচ্চ বরাদ্দ দানসহ শিক্ষার মানোন্নয়নে অগ্রাধিকার ভিত্তিতে কাজ করছে। স্মার্ট বাংলাদেশ বিনির্মানে শিক্ষাপ্রতিষ্ঠান ও এ সংশ্লিষ্ট ব্যক্তিদের অনেক করণীয় রয়েছে। তিনি গাছবাড়িয়া পিপিএস মডেল উচ্চ বিদ্যালয়ের উন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতা প্রদানের আশ্বাস দেন। এরআগে সকালে তিনি উপজেলায় কর্মরত বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সাংবাদিকদের সাথে পৃথক পৃথকভাবে মতবিনিময় করেন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর