আজ ১লা পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

শিক্ষামন্ত্রীর পক্ষ থেকে ফিরিঙ্গি বাজার ওয়ার্ডে এসএসসি পরীক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ


নিজস্ব প্রতিবেদক

শিক্ষামন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল এর পক্ষ থেকে ৩৩নং ফিরঙ্গি বাজার ওয়ার্ড খ ইউনিট আওয়ামী লীগ এর সাধারণ সম্পাদক আবুল মনসুর চৌধুরী খোকনের সার্বিক ব্যবস্থাপনায় ২০২৪ সালের এসএসসি পরীক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিক আদনান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৩৩, ৩৪ ও ৩৫নং ওয়ার্ড মহিলা কাউন্সিলর লুৎফুন্নেছা দোভাষ বেবি। আবুল মনসুর চৌধুরী খোকনের সভাপতিত্বে ও যুবলীগ নেতা ইকরাম চৌধুরী আকিজ এর সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন ৩৩নং ফিরিঙ্গি বাজার ওয়ার্ড আওয়ামী লীগের সম্পাদক মন্ডলী সদস্য এমরান কাদের, আফসার উদ্দিন মিঠু, ইউনিট আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইশতেহার উদ্দিন পারভেজ, ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য আব্দুল মান্নান, ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগ নেতা হোসেন আহমেদ রাসেল, ওয়ার্ড যুবলীগ নেতা হাসান শাহরিয়ার, স্বেচ্ছাসেবক লীগ নেতা ইমরান চৌধুরী আরিফ, ছাত্রলীগ নেতা হায়দার হোসেন হামিম, অনিন্দ্র দাস, হাবিব আসলাম। বক্তারা তাদের বক্তব্যে এসএসসি পরীক্ষার্থীর উজ্বল ভবিষ্যৎ ও সফলতা কামনা করেন এবং শিক্ষার্থীদের সঠিক ও গঠনমূলক শিক্ষার মাধ্যমে জ্ঞান অর্জনের জন্য বিশেষ জোড় দেন।

এতে আরো উপস্থিত ছিলেন খ ইউনিট আওয়ামী লীগের সভাপতি জোবায়ের কাকি, ক ইউনিট আওয়ামী লীগের সভাপতি হারুন অর রশিদ, ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য আফতাব উদ্দিন, আওয়ামী লীগ নেতা মিজানুর রহমান, যুবলীগ নেতা ফজলে হাসান, ইউনিট আওয়ামী লীগ নেতা জাবেদ হোসেন, ইমরান হোসেন নাদিম, প্রকৌশলী মাহফুজুর রহমান, সাবেক ছাত্রনেতা আশরাফুল ইসলাম, মোঃ দস্তগীর, পারভেজ দোভাষ, জোনায়েত করিম মহি, টুকু দাশ, মানিক, যুবরাজ, পলাশ দাশ, তন্ময় দাশ রিন্তু, রিপন হোসেন, ইমন দাশ, রিজভী, সাগর, চিশতি আয়াজ, রিশাত, ইফাজ, সোহাইম, মুন্না, অনিক প্রমুখ।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর