আজ ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

সাতকানিয়া পৌরসভা উচ্চ বিদ্যালয় এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা


আহসান উদ্দীন পারভেজ:

সাতকানিয়া পৌরসভা উচ্চ বিদ্যালয় এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান বিদ্যালয় চত্বরে অনুষ্ঠিত হয়েছে। সাতকানিয়া পৌরসভার মেয়র মোহাম্মদ জোবায়ের এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সাতকানিয়া সরকারি কলেজ অধ্যক্ষ প্রফেসর আবু বকর মজুমদার, বিশেষ অতিথি ছিলেন এডভোকেট মোঃ ইলিয়াছ, পৌরসভা আওয়ামীলীগ’র সভাপতি আবদুল গফুর লালু, সাবেক আহবায়ক মোঃ আইয়ুব চৌধুরী, প্যানেল মেয়র কাউন্সিলর এ.কে.এম মোরশেদ, সাইফুল ইসলাম, তরুণ আইনজীবী সৌরভ রহমান, আওয়ামী লীগ নেতা লিটন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ’র সাধারণ সম্পাদক নওয়াব মিয়া রকিব, পৌরসভা স্বেচ্ছাসেবক লীগ’র সাধারণ সম্পাদক ফরহাদুল ইসলাম, পৌর সচিব রেজাউল করীম, ৭ নং ওয়ার্ডের কাউন্সিলর আরাফাত উল্লাহ, ৪,৫,৬ নং ওয়ার্ড সংরক্ষিত মহিলা কাউন্সিলর শাহানাজ পারভীন, সাবেক মহিলা কাউন্সিলর শিকু আরা বেগম, পৌর প্রশাসনিক কর্মকর্তা একরামুল হক প্রমূখ।

শিক্ষকদের মধ্যে বক্তব্য রাখেন, নূর মোহাম্মদ, রুনা বেগম, লিজা দাশ, শিউলি দাশ, নুরুন্নাহার বেগম, সৈয়দ আচেমুল আনজাম, মোহাম্মদ জাবের, সিনথিয়া ফারহিন, অচর্না মল্লিক,তাহমিনা সুলতানা। শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য প্রদান করে আজমা সুলতানা এ্যামি,রাফিফা পারভেজ ইউসরা, মুহসী ইরদিবাতুন অপসরা প্রমূখ। পরীক্ষার্থীদের মধ্যে বক্তব্য প্রদান করেন, সাবরিনা সুলতানা লাভলী, উম্মে সাদিয়া পুষ্প, তাসরিয়া মাহাবুবা মিশকাত। অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করে উম্মে সুরাইম তারিন, গীতাপাঠ করে মন্দিরা দাশ শশী প্রমূখ।

এতে বক্তরা বলেন স্মাট বাংলাদেশ বিনির্মানে শিক্ষা গুরুত্ব অপরিসীম। বক্তরা আরো বলেন, স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে স্মার্ট নাগরিক হিসেবে নিজেদেরকে আধুনিক শিক্ষায় শিক্ষিত হয়ে গড়ে তুলতে হবে। বিশেষ অতিথির বক্তব্যে এড. মোঃ ইলিয়াছ ছাত্র-ছাত্রীদেরকে উৎসাহিত করার জন্য অত্র বিদ্যালয় থেকে প্রথম পাঁচ জন জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদেরকে ৫০০০/- (পাঁচ হাজার) টাকা করে মোট ২৫,০০০/- (পঁচিশ হাজার) টাকার শিক্ষাবৃত্তি দেওয়ার ঘোষণা প্রদান করেন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর