আনোয়ার হাসান চৌধুরী, কক্সবাজারঃ কক্সবাজারের চকরিয়ায় যাত্রীবাহী বাস ও ওষুধবাহী কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে দুই চালকসহ তিনজন মারা গেছেন। এসময় জখম হয়েছেন আরও ১১ জন।
বৃহস্পতিবার ৮ ফেব্রুয়ারি বেলা সাড়ে ১১টায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়া উপজেলার হারবাং এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি।
আরও পড়ুন কক্সবাজারকে স্মার্টরূপে গড়তে মাস্টারপ্ল্যান বাস্তবায়নে ২৯ রূপকল্প
চকরিয়া থানা অফিসার ইনচার্জ ও চিরিঙ্গা হাইওয়ে থানা পুলিশ পরিদর্শক জানান, ‘সকালে চকরিয়ার হারবাং ইউনিয়নের আরএফএল ফ্যাক্টরির সামনে চট্টগ্রামগামী ঈগল পরিবহণ সার্ভিসের একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা স্কয়ার কোম্পানির ওষুধবাহী কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাসটি সড়কের পাশে খাদে পড়ে গিয়ে দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই গাড়ির দুই চালক ও বাসের এক নারী যাত্রী মারা যান। এ সময় আহত হয়েছেন ১১ জন। আহতদের স্থানীয়রা উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করে।’
Leave a Reply