অনলাইন ডেস্কঃ উপজেলায় অরিদা ঘোনার কৃত্রিম হৃদটির বাধঁ কেটে দেওয়ায় অপূরণীয় ক্ষতি হয়েছে কয়েকটি ইউনিয়নে। ক্ষতির আর্থিক অঙ্ক এখনও নিরূপণ না হলেও এ ক্ষতি ত্রাণের মাধ্যমে পূরণ করা সম্ভব না। রবিবার (৪ ফেব্রুয়ারি) এ ঘটনায় দায়ীদের শাস্তির আওতায় এনে যথাযথ ক্ষতিপূরণ দাবি করে মির্জাখীল বাংলাবাজার এলাকায় মানব বন্ধন করেছেন স্থানীয়রা।
মানববন্ধনে নেতৃত্ব দিয়েছেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক এবং চাটগাঁর সংবাদ পত্রিকার সম্পাদক আলহাজ্ব নুরুল আবছার চৌধুরী। এসময় স্থানীয় শত শত মানুষ এ মানববন্ধনে একাত্মতা জানিয়ে অংশ নিয়েছেন।
আরও পড়ুন সাতকানিয়ায় হঠাৎ কৃত্রিম বন্যায় বিধ্বস্ত ঘরবাড়ি, তলিয়েছে ফসলি জমি
এতে উপস্থিত ছিলেন সোনাকানিয়া ইউনিয়নের মির্জাখীল বাংলাবাজার, মঙ্গলচাঁদ পাড়া, দ্বীপের কুল, কুতুব পাড়া, সাইরতলি পাড়া, আচারতলি, ছোটহাতিয়ার ক্ষতিগ্রস্ত জনসাধারণ।
মানববন্ধনে নুরুল আবছার চৌধুরী বলেন, ‘বাঁধ কাটার কারনে ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে, তলিয়ে গেছে রাস্তাঘাট এবং ফসলিজমি। আমরা প্রশাসনের উদ্যোগে ক্ষতিগ্রস্ত এলাকা পুনর্বাসনের অনুরোধ করছি।’
Leave a Reply