সৈয়দ শিবলী ছাদেক কফিল:
চট্টগ্রাম চন্দনাইশ উপজেলার সাতবাড়ীয়া হাফেজনগর দরবার শরীফ গাউছিয়া মাবুদ মঞ্জিলে গত ১ ও ২ ফেব্রুয়াারি বৃহস্পতি ও শুক্রবার আওলাদে রাসূল সালালাহু তা’আলা আলাইহি ওযাসালাম, খলিফায়ে গাউসুল আজম মাইজভান্ডারী, দরমদহে ফখরে যামান, পেশওয়ায়ে সালেকা মা’দীনে কাশ্ফ কারামাত, মাম্ব-এ ফুয়ুযাত, মাসদারে কামালাত, হযরত আলহাজ্ব হাফেজ ক্বারী মাওলানা শাহ্সুফী সৈয়দ ফজলুর রহমান (ক.) হাফেজ নগরী মাইজভান্ডারী কেবলা’র ৯১তম পবিত্র বার্ষিক ওরশ শরীফ অনুষ্ঠিত হয়।
এ উপলক্ষ্যে দরবারে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়। ১ ফেব্রুয়ারি ফজরের নামাজ ও এর পরপর পবিত্র কুরআন তেলাওয়াত রহমানিয়া মাবুদিয়া সুন্নিয়া দারল আরকাম মাদরাসার শিক্ষক ও শিক্ষার্থীদের মাধ্যমে পরিচালিত হয়। সকাল ১১টা থেকে আলোচনা সভা, যোহরের নামাজ ও মিলাদ শরীফ, ফাতেহা শরীফ, বাংলাদেশ ও জাতি এবং বিশ্বের শান্তি কামনায় আওলাদে পাক হাফেজ নগরীর সম্মিলিত পরিচালনায় অনুষ্ঠিত হবে। আসরের নামাজ ও এর পরপরই নাতে মোস্তফা সালালাহু তা’আলা আলাইহি ওয়াসালাম ও মাইজভান্ডারী গীতি রহমানিয়া মাবুদিয়া সুন্নিয়া দারল আরকাম মাদরাসার শিক্ষক ও শিক্ষার্থীদের পরিচালনায় অনুষ্ঠিত হয়। মাগরিবের নামাজ আদায়ে পর ওলামায়ে আহলে সুন্নাত ও চট্টগ্রাম নেছারিয়া কামিল মাদরাসার প্রধান ফকিহ হযরত মুফতি এ বি এম আমিনুর রশীদ (মাদ্দাজিলুহুল আলী) আলোচনা করেন। রাত ৯টা ৩১ মিনিট থেকে দরবার পাকের সাজ্জাদানশীন পীরে তরিকত মুর্শিদে বরহক হযরত মুফতি সৈয়দ আশেকুর রহমান হাফেজ নগরী মাইজভান্ডারী হুজুর কেবলা মিলাদ শরীফ গুরত্বপূর্ণ নসিহত ও বিশ্ব শান্তি কামনায় মুনাজাত পেশ করেন। রাত ১০টা ৩০ মিনিট হতে গাউছিয়া মাবুদ মঞ্জিলের শাহী ময়দানে উন্মুক্ত তাবারক বিতরণ। রাত ১১টার পর হাফেজনগরী মাইজভান্ডারী মরমী শিল্পীগোষ্ঠী ও বিশিষ্ট সংগীত সাধক মাঈনুদ্দিন সাবিত ফজরের আজানের পূর্ব পর্যন্ত ছেমা সংগীত পরিবেশন করেন। ফজরের নামাজের বায়াতি কার্যক্রম, তবারক বিতরণ ও বিদায়ী আনুষ্ঠানিকতার মাধ্যমে মহান পবিত্র ওরশ শরীফের কর্মসূচি সমাপ্ত হয়। সবশেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন গাউছিয়া গাউছিয়া মাবুদ মঞ্জিলের শাহজাদা মাওলানা মুফতি সৈয়দ আশেকুর রহমান। এতে জাতি ধর্ম, বর্ণ নির্বিশেষে বহু মানুষের সমাবেশ ঘটে। ২ ফেব্রুয়ারি সকাল পর্যন্ত বিভিন্ন মঞ্জিলে খতমে কোরআন, মিলাদ মাহফিল, ছেমা পরিবেশনসহ ভক্তদের মাঝে তবারক বিতরণ করা হয়।
Leave a Reply