অনলাইন ডেস্কঃ রড সিমেন্টের ব্যবসায় আইন অবমাননার দায়ে চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার দুটি প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (৩০ জানুয়ারি) দুপুরে কর্ণফুলী উপজেলার মইজ্জ্যারটেক এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) পিযুষ কুমার চৌধুরীর নেতৃত্বে অভিযান পরিচালনাকালে এ শাস্তি প্রদান করা হয়।
জানা গেছে, ২০১৮ সনের ৩২ (১) ধারা মতে ওজন পরিমাপ মানদণ্ড আইনে মোহাম্মদীয়া এন্টারপ্রাইজ নামক রড সিমেন্টের দোকানকে ২০ হাজার টাকা ও শাহ আমানত এন্টারপ্রাইজকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
আরও পড়ুন চট্টগ্রামে রিয়েল এস্টেট ও ফার্নিচার মেলা
প্রসঙ্গত, ওজন বা পরিমাপনের উৎপাদন, আমদানি ও রপ্তানি এবং মোড়কজাত পণ্য আইন ২০১৮ এর ৩২ এর ১ ধারায় বলা হচ্ছে- স্ট্যাম্পবিহীন বাণিজ্যিক ওজন বা পরিমাপন বিক্রয় ও ব্যবহার নিষিদ্ধ। (১) কোনো বাণিজ্যিক ওজন বা পরিমাপন বা ওজন বা পরিমাপন যন্ত্র বিধি দ্বারা নির্ধারিত পদ্ধতিতে প্রতিপাদিত ও স্ট্যাম্পযুক্ত না হলে বা বৈধ ভেরিফিকেশন বা, ক্ষেত্রমত, ক্রমাঙ্কন সনদ না থাকলে সেটি বিক্রয়, সরবরাহ বা ব্যবহার করা বা অধিকারে রাখা যাইবে না: তবে শর্ত থাকে যে, সরকার, প্রয়োজনে, সরকারি গেজেটে প্রজ্ঞাপন দ্বারা, কোনো বাণিজ্যিক ওজন বা পরিমাপন বা ইহার যে কোনো শ্রেণিকে উক্ত আবশ্যকতা হইতে অব্যাহতি দিতে পারবে।
তথ্যসূত্র: সংগৃহীত
Leave a Reply