অনলাইন ডেস্কঃ অনুমোদনহীন ও অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি বিস্কুটে সয়লাব হয়েছে চট্টগ্রাম। বিষয়টিকে গুরুত্ব দিয়ে মঙ্গলবার (৩০ জানুয়ারি) দুপুরে কর্ণফুলী উপজেলার মইজ্জ্যারটেক এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) পিযুষ কুমার চৌধুরীর নেতৃত্বে এবং বিএসটিআইয়ের সহায়তায় অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে উপজেলার একটি বিস্কুট তৈরির প্রায় ৫০ হাজার টাকা মূল্যের ৮০টি বিস্কুটের কার্টুন জব্দ করা হয়। চরপাথরঘাটা ইউনিয়নের এ্যালিগেন্ট ফুড নামক ওই প্রতিষ্ঠানে বিএসটিআইয়ের অনুমোদন ছাড়া এবং অস্বাস্থ্যকর পরিবেশে বিস্কুট তৈরি করে বাজারজাত করার প্রমাণ পাওয়া গেছে।
আরও পড়ুন চট্টগ্রামে ফার্মেসিতে মেয়াদোত্তীর্ণ ওষুধ, হোটেলে অস্বাস্থ্যকর খাবার
এ ঘটনায় প্রতিষ্ঠানের ম্যানেজার মো. আসিফ (৩২) এর উপস্থিতিতে ৮০ কার্টুন বিস্কুট জব্দ করা হয়। একইসঙ্গে প্রতিষ্ঠানটিকে সিলগালা করা হয়। পরে জব্দ বিস্কুটগুলো কর্ণফুলী নদীতে ফেলে ধ্বংস করা হয়।
অভিযানে অংশ বিএসটিআই এর চট্টগ্রাম সিএম পরিদর্শক ফারহানা জাহান পারুল, প্রকৌশলী জিল্লুর রহমান ও সিএমপি কর্ণফুলী থানার পুলিশ টিম।
তথ্যসূত্র: বাংলানিউজ২৪
Leave a Reply