আজ ৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২২শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

ছবি: খাগরিয়ায় এমপি নজরুলের গণসংবর্ধনা

খাগরিয়ায় এমপি নজরুলের গণসংবর্ধনা


অনলাইন ডেস্কঃ সাতকানিয়া উপজেলার চর খাগরিয়া খাদিম আলী উচ্চ বিদ্যালয় মাঠে চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ-সাতকানিয়া আংশিক) আসনে টানা তৃতীয়বারের মতো নির্বাচিত সাংসদ বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নজরুল ইসলাম চৌধুরীর গণসংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। শনিবার ২৭ জানুয়ারি এ সংবর্ধনায় সভাপতিত্ব করেছেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাবেক সহ সভাপতি আলহাজ্ব এম এ সাঈদ।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংবর্ধিত সাংসদ বলেন, ‘আপনারা আমার জন্য দোয়া করবেন, আমৃত্যু আমি যেন দেশ ও মানুষের সেবায় নিজেকে নিয়োজিত রাখতে পারি। আপনারা যারা ভোট দিয়ে আমাকে নির্বাচিত করেছেন তাদের ঋণ সেবার মাধ্যমে শোধ করার চেষ্টা করব। অসমাপ্ত কাজগুলো আপনাদেরই সহযোগীতা ও পরামর্শে ক্রমান্বয়ে সমাপ্ত করতে সদা সচেষ্ট থাকব।’

আরও পড়ুন দেড় বছর ধরে ডেন্টাল সার্জন নেই দোহাজারী হাসপাতালে

সভাপতির বক্তব্যে সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি এম এ সাঈদ বলেন, ‘খাগরিয়াকে সন্ত্রাস, চাঁদাবাজ, ভূমিদস্যু, ইয়াবাসহ মাদক মুক্ত করতে এমপি মহোদয়কে সাথে নিয়ে কাজ করব ইনশাহ আল্লাহ।’

বিশেষ অতিথির বক্তব্যে নুরুল আবছার চৌধুরী বলেন, ‘এমপি মহোদয়ের ডিওর ভিত্তিতে খাগরিয়ায় একটি নতুন কলেজ বা যে কোনো উচ্চ বিদ্যালয়কে কলেজে উন্নীত করতে ও চর খাগরিয়া-বৈলতলী ব্রীজ স্থাপনে আপনাদের হয়ে কাজ করব ইনশাহআল্লাহ।’

আওয়ামী লীগ নেতা অধ্যাপক ইসমাইল ও ছাত্রনেতা আবদুল আহাদের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন-চট্টগ্রাম দক্ষিণ মহিলা আওয়ামী লীগের সিনিয়ির সহ সভাপতি শাহিদা আক্তার জাহান, আওয়ামী লীগ নেতা ইউনুস খোকন,মোঃ তৌহিদুল আলম,দিদারুল ইসলাম চৌধুরী,দোহাজারী পৌরসভার মেয়র আলহাজ্ব লোকমান হাকিম, বাজালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তাপস দত্ত, পুরানগড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহাবুবুল হক শিকদার, কেঁওচিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওসমান আলী, ধর্মপুর ইউনিয়নের চেয়ারম্যান নাসির উদ্দিন টিপু, বৈলতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এম সায়েম । এসময় আরো বক্তব্য রাখেন নুরুন্নবী বাদশা , খাদিম আলী উচ্চ বিদ্যালয়ের প্রদান শিক্ষক শহিদুল ইসলাম, মঈনুল ইসলাম বাবুল, আব্দুল আজিজ সওদাগর, ডিলার হেলাল উদ্দিন, আব্দুল আওয়াল, মোহাম্মদ মনজুর আলম, হাবীবুর রহমান, নাসির উদ্দিন, রুবেল, খোকন প্রমুখ।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর