আনোয়ার হাসান চৌধুরী, কক্সবাজারঃ জেলার উখিয়া উপজেলায় মাটি কাটতে গিয়ে মুসলেম উদ্দিন নামের এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার (২০ জানুয়ারি) সকাল সাড়ে ৫টার দিকে উপজেলার জালিয়াপালং ইউনিয়নের ২নম্বর ওয়ার্ডের কাসিম মার্কেটের দক্ষিণ পার্শ্বে বায়তুশ শরফ সংলগ্ন পাহাড়ে এ ঘটনা ঘটে। নিহত মুসলিম উদ্দিন উখিয়ার পাইন্যাশিয়া চাককাটার নুরুল ইসলামের ছেলে। উখিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) বিষয়টি নিশ্চিত করেছেন।
আরও পড়ুন পালংখালী ইউপি ও গুমধুম সীমান্ত পরিদর্শনে কক্সবাজার জেলা প্রশাসক
উখিয়া থানা সূত্রে জানা গেছে, নিহত যুবক স্থানীয় হেলাল কোম্পানীর ডাম্পার ট্রাকে মাটি কাটতে গেলে হঠাৎ করে বড় একটি মাটির চাক ও গাছের ধারালো শিকড় বিদ্ধ হয়ে অতিরিক্ত রক্তক্ষরনে গুরুতর আহত হন তিনি। এসময় অন্যান্য শ্রমিকরা তাকে উদ্ধার করে কুতুপালং এমএসএফ হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে যুবকের মরদেহ তার নিজ বাড়ীতে পৌঁছানো হয়।
উখিয়া থানার এসআই কাউছার হামিদ জানান, ‘মরদেহের ময়না তদন্ত ও আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।’
Leave a Reply