আনোয়ার হাসান চৌধুরী, কক্সবাজার:
চট্টগ্রাম থেকে প্রকাশিত বহুল প্রচারিত ‘চাটগাঁর সংবাদ’ পত্রিকার সম্পাদক নুরুল আবছার চৌধুরী বলেছেন, চাটগাঁর সংবাদ কক্সবাজার জেলাবাসীর মুখপাত্র হিসেবে কাজ করবে। এখানকার পর্যটন, উন্নয়ন, ব্যবসা সর্বক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করবে। তিনি আরও বলেন, এ পত্রিকা এখন শুধুমাত্র প্রিন্ট নয় মাল্টিমিডিয়া (অনলাইন টিভি) হিসেবেও ব্যাপক পরিচিতি লাভ করেছে। দিনদিন জনপ্রিয় হচ্ছে। পত্রিকার প্রচার-প্রসারে তিনি দল মত নির্বিশেষে সকলের সহযোগিতা কামনা করেন।
বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) কক্সবাজারের অভিজাত হোটেল অস্টার ইকোতে চাটগাঁর সংবাদ পত্রিকার সম্পাদক নুরুল আবছার চৌধুরীর সাথে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সৌজন্য সাক্ষাৎ পরবর্তী মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন কক্সবাজারস্থ সাতকানিয়া-লোহাগাড়া সমিতির সভাপতি আলহাজ্ব ফরিদ আহমদ চৌধুরী। সংবর্ধিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন, চাটগাঁর সংবাদ পত্রিকার সম্পাদক ও প্রকাশক নুরুল আবছার চৌধুরী। কক্সবাজারস্থ সাতকানিয়া- লোহাগাড়া সমিতির সাধারণ সম্পাদক জেবর মুল্লুকের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন সহ-সভাপতি আবদুর রহমান, সাংগঠনিক সম্পাদক সাহাব উদ্দিন, তালুকদার হাসান ও মোঃ আনোয়ার হোসেন।
উপস্থিত ছিলেন কক্সবাজার হাজী পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাশেম আলী, মানবাধিকার বাস্তবায়ন সংস্থার কক্সবাজার জেলা সভাপতি হাজী লিয়াকত হায়াত, সাংবাদিক সংসদ কক্সবাজার সভাপতি, দৈনিক স্বদেশ প্রতিদিন ও বিজয়বাংলা নিউজ এর কক্সবাজার জেলা প্রতিনিধি আনোয়ার হাসান চৌধুরী, মানবাধিকার খবরের চট্টগ্রাম ব্যুরো প্রধান মোঃ জানে আলম সাকী, দৈনিক আমার সময়ের কক্সবাজার প্রতিনিধি দিদারুল আলম সিকদার, ব্যাংক কর্মকর্তা জসিম উদ্দিন, সাইফুল ইসলাম ও মাহমুদুল হক প্রমুখ। অনুষ্ঠানে নুরুল আবছার চৌধুরী বলেন, কক্সবাজারের ৯ টি উপজেলায়, ক্যাম্পাস-উপজেলা প্রতিনিধি নিয়োগ দেওয়া হবে, আগ্রহীরা বায়োডাটাসহ যোগাযোগ করবেন।
Leave a Reply