আজ ১৪ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৯শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

ফজলে করিমকে রাউজান প্রেস ক্লাবের সংবর্ধনা


রাউজান প্রতিনিধি

টানা পঞ্চমবারের মতো বিজয়ী সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরীকে সংবর্ধনা দিয়েছে রাউজান প্রেস ক্লাব। এ সময় সংগঠনের নেতারা সাংসদকে গাছের চারা উপহার দেন। শপথ গ্রহণ শেষে রোববার (১৪ জানুয়ারি) রাউজান পৌঁছলে ফজলে করিম চৌধুরী এমপিকে এ সংবর্ধনা ও উপহার দেওয়া হয়।

রাউজান প্রেস ক্লাব সভাপতি শফিউল আলমের নেতৃত্বে এসময় উপস্থিত ছিলেন সাবেক সভাপতি মীর আসলাম ও প্রদীপ শীল, সিনিয়র সহভাপতি নেজাম উদ্দিন রানা, সহসভাপতি জিয়াউর রহমান, কার্যনির্বাহী সদস্য কামাল হাবিবি, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান, যুগ্ম সম্পাদক লোকমান আনচারী, অর্থ সম্পাদক শাহাদাৎ হোসেন সাজ্জাদ এবং প্রচার ও প্রকাশনা সম্পাদক আবিদ মাহমুদ। এদিকে একইদিন রাউজান প্রেস ক্লাব ছাড়াও উপজেলা প্রশাসন, উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ, পৌরসভা ও ইউনিয়ন আওয়ামী লীগ-যুবলীগ-ছাত্রলীগ, দলিল লেখক সমিতি, গার্ল গাইডস স্কাউটসসহ বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনএবিএম ফজলে করিম চৌধুরীকে সংবর্ধিত করেন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর