অনলাইন ডেস্ক
চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনে ভরাডুবি হয়েছে স্বতন্ত্র প্রার্থী সামশুল হক চৌধুরীর। নির্বাচনে আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী বীর মুক্তিযোদ্ধা মোতাহেরুল ইসলাম চৌধুরীর কাছে ৮৫ হাজার ৭৩ ভোটের ব্যবধানে হেরেছেন তিনি। মোতাহেরুল ইসলাম এই আসন থেকে ১ লাখ ২০ হাজার ৩১৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। সেখানে সামশুল পেয়েছেন মাত্র ৩৫ হাজার ২৪০ ভোট।
এছাড়া আরেক প্রার্থী মোহাম্মদ নুরুচছফা সরকার (লাঙ্গল) প্রতীকের প্রার্থী পেয়েছেন মাত্র ৩৭৮ ভোট। এ আসনে মোট কেন্দ্র রয়েছে ১০৮টি। রোববার (৭ জানুয়ারি) চট্টগ্রাম জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বেসরকারি ভাবে এ ফলাফল ঘোষণা করেন চট্টগ্রাম ১০ টি আসনের রিটার্টিং কর্মকর্তা ও চট্টগ্রাম জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান।
Leave a Reply