আজ ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

নৌকা প্রতীকের প্রার্থী মো. নজরুল ইসলাম

চট্টগ্রাম-১৪ আসনে বিজয়ী নৌকার নজরুল ইসলাম চৌধুরী


মো. কামরুল ইসলাম মোস্তফা, চন্দনাইশঃ

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১৪ আসনে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মো. নজরুল ইসলাম চৌধুরী।

রোববার (৭ জানুয়ারি) সকাল ৮টায় সারাদেশে একযোগে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়। বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে চলে এই কার্যক্রম। এরপরে শুরু হয় ভোট গণনার কাজ।

চন্দনাইশ উপজেলার দুইটি পৌরসভা ও আটটি ইউনিয়ন এবং সাতকানিয়া উপজেলার ছয়টি ইউনিয়নের ১০০টি ভোট কেন্দ্রে অনুষ্ঠিত চট্টগ্রাম-১৪ আসনে নির্বাচনে লড়েছেন ৮ জন প্রার্থী। এতে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মো. নজরুল ইসলাম চৌধুরী ৭১ হাজার ১২৫ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন।

ঘোষিত ফলাফল অনুযায়ী বিজয়ী নজরুল ইসলাম চৌধুরীর সবচেয়ে কাছের প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী আলহাজ্ব মোহাম্মদ আবদুল জব্বার চৌধুরী ট্রাক প্রতীকে পেয়েছেন ৩৬ হাজার ৮৮৪ ভোট।

অন্য প্রার্থীদের মধ্যে বাংলাদেশ ইসলামী ফ্রন্ট মনোনীত প্রার্থী অধ্যক্ষ আল্লামা স.উ.ম আব্দুস সামাদ (মোমবাতি) পেয়েছেন ৫ হাজার ২৩১ ভোট, বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট মনোনীত প্রার্থী মো. গোলাম ইসহাক খান (টেলিভিশন) পেয়েছেন ৬১৩ ভোট, বাংলাদেশ সুপ্রিম পার্টি মনোনীত প্রার্থী মোহাম্মদ আয়ুব (একতারা) পেয়েছেন ১৯৬ ভোট, জাতীয় পার্টি মনোনীত প্রার্থী আবু জাফর মোঃ ওয়ালী উল্লাহ (লাঙ্গল) পেয়েছেন ১৬২ ভোট, ইসলামীক ফ্রন্ট বাংলাদেশ মনোনীত প্রার্থী আলহাজ্ব মাওলানা মোহাম্মদ আবুল হোছাইন কালিয়াইশী (চেয়ার) পেয়েছেন ১২১ ভোট, বাংলাদেশ তরীকত ফেডারেশন মনোনীত প্রার্থী আলহাজ্ব মোহাম্মদ আলী ফারুকী (ফুলের মালা) পেয়েছেন ৯৪ ভোট।

উল্লেখ্য, বাংলাদেশ নির্বাচন কমিশনের হালনাগাদ তথ্য অনুযায়ী চট্টগ্রাম-১৪ আসনে মোট ভোটার ২ লাখ ৮৮ হাজার ২৯৩ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৫২ হাজার ৫৫৭ জন ও মহিলা ভোটার ১ লাখ ৩৫ হাজার ৭৩৫ জন এবং ১জন হিজড়া ভোটার।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর