আজ ৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২২শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

বীর বাহাদুর উশৈসিং

বান্দরবানে সপ্তমবারের মতো বিজয়ী বীর বাহাদুর


অনলাইন ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বান্দরবানে বেসরকারিভাবে জয়ী হয়েছেন নৌকা প্রতীকের প্রার্থী বীর বাহাদুর উশৈসিং। তিনি ১ লাখ ৭২ হাজার ২৪০ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী লাঙ্গল প্রতীকের প্রার্থী শহীদুল ইসলাম পেয়েছেন ১০ হাজার ৪৩ ভোট। রবিবার রিটার্নিং কর্মকর্তা ও বান্দরবান জেলা প্রশাসক শাহ মুজাহিদ উদ্দিন তার কার্যালয়ে এ ফল ঘোষণা করেন। নির্বাচনে মোট ৬১ শতাংশ ভোট পড়েছে বলে জানিয়েছেন তিনি।

এ নিয়ে সপ্তমবারের মতো বিজয়ী হলেন বীর বাহাদুর উশৈসিং। সংসদীয় ৩০০ নম্বর এ আসনে মোট ভোটার ২ লাখ ৮৮ হাজার ৩০ জন। আসনটির ১৮২টি ভোটকেন্দ্রের ৭২৭টি ভোটকক্ষে ব্যালটের মাধ্যমে ভোটগ্রহণ করা হয়।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর