আজ ৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২২শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

সাতকানিয়ায় ককটেল বিস্ফোরণ


সাতকানিয়া প্রতিনিধি

চট্টগ্রাম-১৫ (লোহাগাড়া-সাতকানিয়া আংশিক) আসনের সাতকানিয়ায় একটি ভোটকেন্দ্রে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ সময় ভোটকেন্দ্র ও এর আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। রবিবার (৭ জানুয়ারি) সকাল ৯টার দিকে সাতকানিয়া পৌরসভার মডেল হাই স্কুল কেন্দ্রে এ ঘটনা ঘটে। দায়িত্বরত পুলিশ সদস্য নায়েক লোকমান হাকিম জানান, সকাল ৯টার দিকে ভোটকেন্দ্রের দক্ষিণ পাশের রাস্তার দিক থেকে পাঁচটি ককটেল নিক্ষেপ করা হয়।

এ সময় দুটি ককটেল বিস্ফোরিত হয় এবং অন্যগুলো অবিস্ফোরিত থাকে। পরে অবিস্ফোরিত ককটেলগুলো নিষ্ক্রিয় করা হয়। সাতকানিয়া মডেল হাই স্কুল কেন্দ্রের দায়িত্বরত প্রিজাইডিং কর্মকর্তা রনি দাশ জানান, ককটেল বিস্ফোরণের সময় কেন্দ্রে তেমন ভোটার ছিল না। তবুও কেন্দ্র ও আশপাশের এলাকায় কিছুটা আতঙ্ক ছড়িয়ে পড়ে। ককটেল বিস্ফোরণের পরপর আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে যান এবং অবিস্ফোরিত ককটেলগুলো নিষ্ক্রিয় করেন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর